এই বছরের শুরুর দিকে শ্বেতা তিওয়ারিকে রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’- এ দেখা গিয়েছিল। এরপর তাঁকে অজয় দেবগণের সঙ্গে 'সিংহম এগেইন'- এ দেখা যাবে। সেখানে তাঁকে একজন গোয়েন্দা অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু এখানেই শেষ নয়। তারকা করণ জোহরের সঙ্গেও জুটি বেঁধেছেন। আসলে, সম্প্রতি করণ ছোট পর্দায় জনপ্রিয় সব অভিনেতাদের সঙ্গে কাজ করছেন। যেমন 'কিল'-এ লক্ষ্যা, 'রকি অর রানি কি প্রেম কাহানি'- তে ক্ষিতী জোগ, অর্জুন বিজলানি, ভারতী সিং, হর্ষ লিম্বাচিয়া, শ্রদ্ধা আর্য, সৃতি ঝা, এবং অর্জিত ঝা- এর সঙ্গে কাজ করেছেন।
নিউজ ১৮ কে দেওয়া এক সাক্ষাৎকারে, শ্বেতা করণ জোহরের প্রোডাকশন হাউসের সঙ্গে তাঁর আসন্ন কাজ নিয়ে বিশদে জানিয়েছেন। তিনি বলেছেন, 'আমি ধর্মা প্রোডাকশনের নতুন ওয়েব সিরিজে কাজ করছি বর্তমানে। এখানে আমি একজন ডনের চরিত্রে অভিনয় করছি। যিনি শাড়ি পরেন, সিগারেট খান। সবটা মিলিয়ে বেশ চ্যালেঞ্জিং এই চরিত্রটা। তাই শোনা মাত্রই আমাকে এই চরিত্রটা খুব আকৃষ্ট করেছিল।'
আরও পড়ুন: ‘এখন আমায় শূলে চড়ানো হত..’, অল্প বয়সের কোন ভুলের জন্য এখন হাত কামড়ান সোনম?
যদিও তিনি এর বেশি কিছু প্রকাশ করেননি, শ্বেতা তার কর্মজীবনের এই নতুন পর্বে ছোট চরিত্র বেছে নেওয়া নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, 'আমি সবসময় নিজের যা পছন্দ তাই করি। আমি টেলিভিশনে মুখ্য ভূমিকায় অভিনয় করছি। কিন্তু আমি যখন অন্যান্য মাধ্যমে কাজ করা শুরু করলাম, তখন আমি চেয়েছিলাম বিভিন্ন ভূমিকায় নিজেকে দেখতে। আমি যে সমস্ত পরিচালক বা অভিনেতাদের সঙ্গে কাজ করতে চাই তাঁদের সঙ্গে কাজের সুযোগ এলে, আমি ছোট ছোট চরিত্রেও কাজ করতে পারি। কিন্তু সেখানে চরিত্রটা ভালো হওয়া চাই, গুরুত্বপূর্ণ হওয়া চাই। আমি প্রতি পাঁচ বছরে নিজেকে নতুন ভাবে দেখতে চাই। নতুন নতুন চমক নিয়ে আত্মপ্রকাশ করতে চাই।'
আরও পড়ুন: বিবাহিত জাভেদকে বিয়ে, শরীরিক সমস্যায় হতে পারেননি মা! কষ্টের কথা বললেন শাবনা আজমি
প্রসঙ্গত, বলিউডে করণের বিরুদ্ধে নেপটিজমের অভিযোগ উঠেছে বার বার। বি-টাউনের স্টার কিডসদের সফল অভিনেতা হিসেবে তৈরি করার ক্ষেত্রে তাঁর ভূমিকা নেহাত কম নয়, তাই তাঁকে অনেকেই 'নেপটিজম কিং' বলে ডাকেন।
গত বছর রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে করণ নিজের নেপটিজমের বিষয়ে উল্লেখ করে আলিয়া ভাটের প্রসঙ্গে টানেন। আলিয়াকে তিনি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ লঞ্চ করেছিলেন। আর আজ সেই আলিয়ার অভিনয়ে মুগ্ধ গোটা দেশবাসী।
তিনি আলিয়ার কথা বলতে গিয়ে বলেন শুধু স্টার কিডস বলে নয়, অভিনয়ের ক্ষেত্রে তিনি সব সময় প্রতিভাকেই গুরুত্ব দিয়েছেন। তিনি ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আলিয়া ভাট বলিউডের সফল সব অভিনেতাদের মধ্যে একজন। তিনি আমার খুবই প্রিয়। আমার হাত ধরেই এ জগতে পা রাখেন। আলিয়া যখন অডিশনের জন্য আসেন, তখন ওঁর বাবাকে বা দিদি কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি বা ওঁর জন্য আলাদা করে আমাকে কিছু বলেনি।'
বলিউডের জন্য অনেক কিছু করেছেন করণ, ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান কিছু কম নয়। বহু অভিনেতার সফল ক্যারিয়ার গড়ে দিয়েছেন তিনি। কিন্তু তাও পরিচালক-প্রযোজককে অনেক কটাক্ষের শিকার হতে হয়েছে। এই বিষয়ে তিনি হতাশা প্রকাশ করে বলেন, 'আমাকে সবসময়ই নেপটিজম নিয়ে নানা কথা শুনতে হয়েছে। কিন্তু আলিয়ার মতো অভিনেতারা আমার হয়ে যোগ্য জবাব দিয়েছেন। তাঁদের প্রতিভা এবং কঠোর পরিশ্রম ছাপিয়ে গিয়েছে এইসব কটূক্তিকে।'