বুধবার রাতেই খবর ছড়িয়ে পড়েছিল অসুস্থ শ্বেতা তিওয়ারি। ভর্তি রয়েছেন হাসপাতালে। সেই সময় শ্বেতার স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়েছিলেন অনুরাগীরা। তবে সে খবর সামনে আসতেই ফের শ্বেতাকে একহাত নিলেন প্রক্তন স্বামী অভিনব কোহলি।
জানা গিয়েছিল, কমে গিয়েছে শ্বেতার ব্লাড প্রেসার। দুর্বলতার কারণেই তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে। সেই সময় অনেকেই মনে করেছিলেন শ্বেতার হঠাৎ কমানো ওজনই এর জন্য দায়ী। ‘খতরো কে খিলাড়ি’তে যাওয়ার আগে নতুন লুকে দেখা দিয়েছিলেন শ্বেতা। তাঁর বডি ট্রান্সফরমেশন দেখে সে সময় চমকে গিয়েছিল অনেকেই। নিজেই বলেছিলেন কড়া ডায়েট ও শরীরচর্চার ফলেই পেয়েছেন কাঙ্খিত ফিগার। আর এবার এটা নিয়েই কটাক্ষ করলেন আরমান কোহলি।
সোশ্যাল মিডিয়ায় অভিনব কোহলি লেখেন, ‘আমার থেকে আমার ছেলেকে আলাদা করতে চাওয়ার বিরুদ্ধে লড়াই চলবে। তবে শ্বেতা জলদি সুস্থ হয়ে উঠুক এখন সেটাই চাই আমি। বেচারা অভিনেতারা আপনাদের সামনে আরও সুন্দর দেখতে লাগার জন্য, আরও বেশি করে সবার ভালোবাসা পাওয়ার জন্য, বেশি বেশি করে শরীর বানায়, রোগা হওয়ার চেষ্টা করে। কম কম খাবার খায়। আর একদিন হার্ট থেমে যায়!’
প্রসঙ্গত, বুধবারই ‘কসৌটি জিন্দেগি কি’-র প্রেরণা ওরফে শ্বেতার টিমের তরফ থেকে একটি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানানো হয়েছে, ‘আমরা অনেক ফোন ও মেসেজ পাচ্ছি। সকলেই শ্বেতা তিওয়ারিকে নিয়ে চিন্তিত। দূর্বলতা ও লে প্রেসারের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বারবার ট্র্যাভেল করার কারণে তিনি ঠিকমতো বিশ্রাম পাননি। আবহাওয়া পরিবর্তনের কারণেও শরীর খারাপ করেছে। ভালোবাসা ও উষ্ণ শুভেচ্ছা পাঠানোর জন্য সকলকে অনেক ধন্যবাদ। শ্বেতাকে জলদি ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে।’