বাংলা নিউজ > বায়োস্কোপ > Shweta Tiwari: পর পর দু'বার বিবাহবিচ্ছেদ! বিয়ে নাম প্রতিষ্ঠানেই আর বিশ্বাস রাখেন না শ্বেতা

Shweta Tiwari: পর পর দু'বার বিবাহবিচ্ছেদ! বিয়ে নাম প্রতিষ্ঠানেই আর বিশ্বাস রাখেন না শ্বেতা

বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শ্বেতা

শ্বেতার কথায়, 'তিন বা চারটে বিয়ে করেছেন কিন্তু লাইমলাইটে না থাকায় তাদের নিয়ে কেউ আলোচনা করে না। তাই যতটা ইতিবাচক দেখা যায়, বলতে পারো ততটা নেতিবাচকও। মানুষ সেলিব্রেটিদের বেশি দোষ দেয়।’

দুটো বিয়ে। দুই সন্তানের মা অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। দুই বার বিয়ে ভাঙলেও মেয়ে পলক এবং ছেলে রেয়াংসকে আগলে রেখেছেন নায়িকা। শ্বেতাকে শেষবার ‘মেরে ড্যাড কি দুলহান’য়ে দেখা গিয়েছিল। পেশাগত জগতে চরম সফল অভিনেত্রী। কিন্তু ব্যক্তিগত জীবনটা তার কেমন? সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। 

দীর্ঘ সময় ধরে সিংগেল মাদার শ্বেতা। এই যাত্রাটা কেমন তাঁর কাছে? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতার কথায়, ‘সত্যি বলতে এইটা দুদিকে ধারালো তলোয়ারের মতো। দুটি ব্যর্থ বিয়ের জন্য অনেকেই আমার সমালোচনা করেন। অনেকেই আছেন, যারা তিন বা চারটে বিয়ে করেছেন কিন্তু লাইমলাইটে না থাকায় তাদের নিয়ে কেউ আলোচনা করে না। তাই যতটা ইতিবাচক দেখা যায়, বলতে পারো ততটা নেতিবাচকও। মানুষ সেলিব্রেটিদের বেশি দোষ দেয়।’ আরও পড়ুন: তারকা খচিত OTT Play Awards! সারা থেকে ভাগ্যশ্রী, তারকাদের টুকরো মুহূর্তের ছবি

অভিনেত্রী আরও বলেন, ‘সমর্থনের মতো জায়গা বলতে, আমি কখনই কাজ বন্ধ করিনি এবং আমি আর্থিকভাবে স্বাধীন। আমার নিজের যত্ন নেওয়ার জন্য টাকা আছে এবং বেঁচে থাকার জন্য আমাকে আমার স্বামী বা সঙ্গীর কাছে যেতে হবে না। আমি স্বাধীন বলেই আমার সিদ্ধান্ত নিতে পেরেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি একজন কর্মঠ ​​নারী।’ আরও পড়ুন: ‘ব্রহ্মাস্ত্র’-এর বক্সঅফিস রিপোর্ট কতটা সত্যি? প্রশ্ন কঙ্গনার

একই সাক্ষাৎকারে শ্বেতা সাফ জানিয়েছেন, ‘সত্যি বলতে আমি আমার প্রথম বিয়ে বাঁচানোর চেষ্টা করেছি। কারণ আমার বেড়ে ওঠার শিক্ষাটা তেমনই ছিল, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবের মতো ব্যাপার। কিন্তু দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সেই সময়টা নষ্ট করিনি। আমি বুঝতে পেরেছিলাম, যতটা তিক্ত হওয়ার হয়ে গিয়েছে, যতই বাঁচানোর চেষ্টা করি না কেন।’ একই সঙ্গে অভিনেত্রীর মন্তব্য, ‘বিয়ে নামক প্রতিষ্ঠানে আর বিশ্বাস রাখিনা আমি।’ আরও পড়ুন: মেয়ে ভামিকাকে নিয়ে ব্রিটেনের প্লে পার্কে অনুষ্কা! ‘দুর্দান্ত দিন’, বললেন নায়িকা

কেরিয়ারের শুরুর দিকে রাজা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্বেতা। বিয়ের এক বছর পর মেয়ে পলকের জন্ম দেন তিনি। ২০০৭ সালে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে রাজার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শ্বেতার। এরপর ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। ২০১৯ সালে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে দ্বিতীয় বিয়েও শেষ হয়েছিল অভিনেত্রীর।

বায়োস্কোপ খবর

Latest News

‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ? 'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.