শ্যামা সঙ্গীত নাম দেখেই বোঝা যাচ্ছে এখানে মূলত শক্তির আরাধনা, দেবী কালীর মহিমাকে তুলে ধরা হয়। এটি এক ধরনের বাংলা ভক্তিগীতি। রামপ্রসাদ সেন বা কমলাকান্ত ভট্টাচার্য সহ অন্যান্য শিল্পীদের গান ছাড়া কালীপুজো অসম্পূর্ণ। তাই এবারের কালীপুজোয় কোন গান প্লেলিস্টে রাখতেই হবে জেনে নিন।
কালীপুজোর প্লেলিস্টের জন্য শ্যামা সঙ্গীত
কালীপুজোর প্লেলিস্ট বললে সবার আগে যে গানটির নাম মনে আসে সেটা হল মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। দ্বিজেন চৌধুরী গানটির কথা লিখেছেন।
এছাড়া তালিকায় রাখুন সকলই তোমারই ইচ্ছা গানটি। এই গানটি রাম দুলাল লাহিড়ী লিখেছেন।
আমার সাধ না মিটিল গানটিকেও তালিকায় রাখতেই হবে। এটি একটি কালী ভজন। গানটি লিখেছেন কমলাকান্ত ভট্টাচার্য।
আরও পড়ুন: '৬০ শতাংশ পরিচালকই যৌন হেনস্থাকারী', মন্তব্য করে বিপাকে স্বরূপ! ২৩ কোটির মানহানির মামলা পরিচালকদের
শ্যামা মা কী আমার কালো গানটিও কিন্তু চাইলে কালীপুজোর দিন বাজাতে পারেন। এই গানটিও কমলাকান্ত ভট্টাচার্যর লেখা। পান্নালাল ভট্টাচার্যর কন্ঠে জনপ্রিয় হয়েছিল এটি।
পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি গানটিকেও তালিকায় রাখতে পারেন। সুর দিয়েছেন মৃণাল বন্দ্যোপাধ্যায়।
রামপ্রসাদ সেনের লেখা চিন্তময়ী তারা তুমি গানটি চালাতে পারেন মায়ের আরাধনার দিনে। এটিও একটি অত্যন্ত জনপ্রিয় শ্যামা সঙ্গীত।
কাজী নজরুল ইসলামের লেখা কালো মেয়ের পায়ের তলায় গানটি একটি অত্যন্ত জনপ্রিয় শ্যামা সঙ্গীত। এই গানটি অবশ্যই চালাতে পারেন শক্তির আরাধনার জন্য যথাযথ এই ভক্তিগীতি।