সিদ্ধান্ত বীর সূর্যবংশীকে সকলেই মনে রেখেছেন একাধিক ধারাবাহিক যেমন কুসুম, কাসৌটি জিন্দেগি কে, কিউ রিশতো মে কাট্টি বাট্টি, ইত্যাদিতে নজরকাড়া অভিনয়ের জন্য। তিনি শুক্রবার ১১ নভেম্বর দেহত্যাগ করেছেন। জিম করার সময় আচমকাই তাঁর হার্ট অ্যাটাক হয় এবং সেখানেই তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬। শনিবার সিদ্ধান্তের শেষকৃত্য সম্পন্ন হল মুম্বাইয়ে। অভিনেতার মেয়ে দিজা সমস্ত কাজ করলেন। দিজার সঙ্গে তাঁর সৎ মা, তথা সিদ্ধান্তের বর্তমান স্ত্রী আলেসিয়া রাউত উপস্থিত ছিলেন।
সিদ্ধান্তের শেষ যাত্রায় অনেক তারকারা উপস্থিত ছিলেন, যেমন রোহিত ভার্মা, সিম্পল কল, প্রমুখ। সিম্পল কল সিদ্ধান্তের ভীষণ ঘনিষ্ট বন্ধু ছিলেন, তাঁরা একসঙ্গে জিদ্দি দিল মানে না ধারাবাহিকে একত্রে অভিনয় করেছিলেন। তিনি সিদ্ধান্তের মৃত্যু প্রসঙ্গে বলেন, 'মানা যাচ্ছে না।'
সিম্পল হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘ও জিমে শরীরচর্চা করছিল। তার আগেই ও ওর এক বন্ধুকে বলেছে যে শরীরটা ঠিক লাগছে না তাই আজ ইচ্ছে করছে না শরীর চর্চা করতে। কিন্তু তবুও ও জোর করে জিম করে। এমনকি ওর জিমের ইন্সট্রাক্টরের সঙ্গেও কথা বলে, তিনি ওকে সহজ কিছু করতে বলেন। বেঞ্চ প্রেস করার সময়ই ওর মৃত্যু হয়। ওরা ওর দেহটা কোকিলা বেন হাসপাতালে নিয়ে যায়, ৪৫ মিনিট ধরে ওর প্রাণ ফেরানোর চেষ্টা করা হয়। কিন্তু পারা যায় না।’ একই সঙ্গে তিনি বলেন, জোর করে কিছু করা উচিত নয়। শরীরের কথা শোনা উচিত।
সিদ্ধান্ত বর্তমানে তাঁর দ্বিতীয় স্ত্রী তথা মডেল আলেসিয়া রাউত এবং তাঁর দুই সন্তানের সঙ্গে থাকছিলেন। আলেসিয়া এবং সিদ্ধান্তের একটি পুত্র আছে। এবং সিদ্ধান্তের প্রথম স্ত্রী ইরা ও তাঁর একটি কন্যা আছে, দিজা। সিম্পল সিদ্ধান্তের পরিবারের বিষয় জানান, 'আলেসিয়া ভীষণ কষ্ট রয়েছে। ও সারাক্ষণ ভিতরেই ছিল। এমনকি ওর মেয়ে পুনে থেকে ছুটে আসে। আমার সাহস হয়নি ওকে দেখার। আমি ভিতরে যাইনি। নিজের বন্ধুকে ওভাবে দেখা ভীষণ কষ্টের। যাঁরা ভিতরে গেছেন সকলেই কাঁদতে কাঁদতে বেড়িয়েছেন।'