বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘নিজের জন্য রুখে দাঁড়াতে হয়…’, অহংকারী বলে অপমান! অনন্যাকে কড়া জবাব সিদ্ধান্তের

‘নিজের জন্য রুখে দাঁড়াতে হয়…’, অহংকারী বলে অপমান! অনন্যাকে কড়া জবাব সিদ্ধান্তের

সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডে

সিদ্ধান্ত চতুর্বেদী অনন্যা পান্ডের সঙ্গে গোলটেবিল সাক্ষাৎকারের পরে অহংকারী বলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতাকে পরবর্তীতে দেখা যাবে যুদ্ধ ছবিতে।

সিদ্ধান্ত চতুর্বেদী তাঁর অ্যাকশন-থ্রিলার 'যুদ্ধ' মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে অনন্যা পান্ডে এক আড্ডায় ক্যামেরার সামনেই অপমান সূচক কথা বলেছিলেন। তাঁকে 'অহংকারী' বলেছিলেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে, সিদ্ধান্ত সেই বিষয়টি স্পষ্ট করেন। তাঁর মতে, ‘কেউ কেউ যাকে ‘অহংকার’ বলে ভাবেন তা আসলে আত্মবিশ্বাস।’

সাক্ষাৎকারে কথোপকথনের সময়, সিদ্ধান্ত সঞ্চালককে জিজ্ঞাসা করেছিলেন যে, তাঁর কথা শুনে, তা থেকে তাঁকে অহংকারী বলে মনে হচ্ছে কি? কারণ অনন্যার সঙ্গে আড্ডার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে অনেকে 'অহংকারী' বলেছেন। অভিনেতা এ প্রসঙ্গে বলেছেন যে, ‘আমি রেডডিট এবং এই সমস্ত জিনিস পড়ি। ওই আড্ডার পর মানুষ আমাকে তাই ভেবেছিল।’ তারপর তিনি বলেন, ‘পার দোস্ত মেন ইয়ে ক্লিয়ার কারনা চাহুঙ্গা কি উসকে বিনা, ইহা টিকার রেহেনা বহত কঠিন হে। আপ দাবতে রাহোগে তো দাবতে হি রেহে যাওগে (কিন্তু বন্ধু, আমি স্পষ্ট করে বলতে চাই যে এটা ছাড়া এখানে টিকে থাকা খুব কঠিন। আপনি যদি মানুষকে আপনার উপর কর্তৃত্ব করতে দেন, তাহলে আপনি এতে অভ্যস্ত হয়ে যাবেন)। আপনাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এটি এমন কিছু যা কখনও কখনও অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলা, সেটা ঠিক নয় জানি। কিন্তু মনের মধ্যে জ্বলতে থাকা আগুন আমাকে কিছু করতে এবং আমার জীবনে যা চাই তাঁর দিকে এগিয়ে নিয়ে যেতে চালিত করে।’

আরও পড়ুন: দাদা ইউভানের জন্মদিনে ইয়ালিনির মুখ প্রকাশ্যে! রাজ না শুভশ্রী, কার মতো দেখতে খুদে

তিনি আরও বলেছিলেন, ‘আমার পরিবার খুব নম্র ও ভদ্র। আমি ওঁদের সেই আচরণ দেখেই বড় হয়েছি। আমি এখনও আমার বাবা-মায়ের সঙ্গেই থাকি। আমার মধ্যেও তাই সেই ভদ্রতা, নম্রতাটা কাজ করে। কিন্তু কখনও কখনও নিজের জন্য রুখে দাঁড়াতে হয়। নিজের অনুভবকে গুরুত্ব দিতে হয়। কারণ মাথার উপরে অনেক ক্ষমতাশালী মানুষ রয়েছেন, যারা আপনার ক্ষমতা গ্রাস করার জন্য বসে। তাঁদের সঙ্গে লড়াই করে নিজেকে সফল হতে হবে। বুঝতে হবে অন্ধকার গুহাতে ডার্ক নাইটের মতো আলো দেখতে পাচ্ছেন কিনা। দড়ি কাটতে হবে। দড়ি কাটা অহংকার এবং বোকামি হতে পারে কারণ ব্রুস ওয়েন পড়ে গিয়ে মারা যেতে পারে। কিন্তু সে লাফ দিয়ে গর্ত থেকে বেরিয়ে আসে। আমি এখনও গর্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমি আলো দেখতে পাচ্ছি, এবং এটি আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

আরও পড়ুন: আন্দোলনকারী চিকিৎসককে এসে ধন্যবাদ জানাল পুলিশ, আসল ঘটনা তুলে ধরলেন সুদীপ্তা

সিদ্ধান্ত চতুর্বেদীর আসন্ন প্রজেক্ট

সিদ্ধান্ত ছাড়াও 'যুদ্ধ'-তে মালবিকা মোহনন, রাঘব জুয়াল এবং অন্যান্যরা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এক্সেল এন্টারটেইনমেন্টের অধীনে ছবিটি পরিচালনা করেছেন রবি উদ্যাওয়ার এবং প্রযোজনা করেছেন ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। ছবিটি চলতি বছরের ২০ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'IPL নিলামে কত দর উঠবে আমার?', পন্তের প্রশ্নে নেটপাড়া বলল 'মদ খেয়ে টুইট করো না' শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.