বাংলা নিউজ > বায়োস্কোপ > গেহরাইয়া দেখে কথা বলতে চেয়েছিলেন সিদ্ধান্তের বাবা, লজ্জায় পালিয়েছিলেন অভিনেতা!

গেহরাইয়া দেখে কথা বলতে চেয়েছিলেন সিদ্ধান্তের বাবা, লজ্জায় পালিয়েছিলেন অভিনেতা!

‘গেহরাইয়া’ ছবির একটি দৃশ্যে সিদ্ধান্ত-দীপিকা।

‘গেহরাইয়া’ ছবিতে দীপিকার সঙ্গে সিদ্ধান্তের অন্তরঙ্গ দৃশ্যগুলি চোখ টেনেছে সিদ্ধান্তের পরিবারেরও! গেহরাইয়া দেখে সিদ্ধান্ত

অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পেয়ে গিয়েছে দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ‘গেহরাইয়া’।চোখ টেনেছে সিদ্ধান্ত চতুর্বেদী ও দীপিকা পাড়ুকোনের মাখোমাখো রসায়ন। ‘গেহরাইয়া’ নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ছবিতে দীপিকা-সিদ্ধার্থের কেমিস্ট্রি নিয়ে চর্চা থামছে না।দীপিকার সঙ্গে সিদ্ধান্তের অন্তরঙ্গ দৃশ্যগুলি। তবে শুধু সোশ্যাল মিডিয়া নয়, একই হাল সিদ্ধান্তের পরিবারেও!

দ্য টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সিদ্ধান্ত জানান যে ছবিতে তাঁর ও দীপিকার ঘনিষ্ঠ সব দৃশ্য নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করবেন, এতটা সাহসী তিনি নন। বরং অত্যন্ত লাজুক। বলি-অভিনেতার কথায়, 'যখন ট্রেলার মুক্তি পেয়েছিল, মা-বাবার সামনে টিভিতে তা চালু করেই কোনওরকমে নিজের ঘরে ঢুকে পড়েছিলাম। একই ব্যাপার হয়েছিল ছবির 'ডুবে' গানটির মুক্তির সময়েও। তখনও মা-বাবার সামনে টিভিতে ওই গানটি ভিডিয়ো চালু করেই এক ছুটে নিজের ঘরে ঢুকে পড়েছিলাম। এরপর বেশ খানিকক্ষণ পর ওঁদের সামনে হাজির হয়েছিলাম। এরপর আমার দিকে তাকিয়ে বাবা স্রেফ বলে উঠেছিলেন, 'বাহ্!'

সামান্য থেমে সিদ্ধান্ত যোগ করেন, 'এমনিতে আমার মা-বাবা অত্যন্ত খোলা মনের। এতটুকুও গোঁড়া নন। কিন্তু তবু তাঁদের সঙ্গে এসব ব্যাপারে আলোচনা করার ব্যাপারে আজও ভীষণ লজ্জা পাই আমি। একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি আমি। আমি ভীষণভাবে মনে করি, মা-বাবার সঙ্গে সন্তানদের কিছু ব্যাপারে একটি সীমা আছে এবং তা কীভাবে পেরোতে হয়, তা অন্তত আমার জানা নেই। তবে জানিয়ে রাখি, আমার মা-বাবা 'গেহরাইয়া’ দেখেছেন এবং তাঁদের সেই ছবি ভালো লেগেছে। এরপর যখন বাবা আমার সঙ্গে 'গেহরাইয়া’-তে আমার পারফর্মেন্স নিয়ে আলোচনা করার জন্য বসতে চেয়েছিলেন, কোনওরকমে বলে উঠেছিলাম 'না, না ঠিক আছে।'

প্রসঙ্গত, দীপিকাকে চুমু খাওয়া নিয়ে সিদ্ধান্তের কাকা যে প্রতিক্রিয়া দিয়েছেন তাও ফাঁস করেছেন সিদ্ধান্ত। এই ছবির প্রচারে কপিল শর্মার শো'তে হাজির হয়েছিলেন সিদ্ধান্ত-দীপিকারা।

 সেখানেই কথায় কথায় এক মজাদার ঘটনা ফাঁস করেছেন ‘গল্লি বয়’ খ্যাত এই অভিনেতা। সলজ্জ ভঙ্গিতে সিদ্ধান্ত জানান, ‘যখন ছবির ট্রেলার রিলিজ করল গ্রাম থেকে কাকার ফোন এসেছিল…উনি ভোজপুরীতে জিজ্ঞাসা করেন ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিল নাকি মাঝখানে কোনও আয়না রাখা ছিল? আমার বাবা তো অবাক, এই প্রশ্নের কী উত্তর দেবে বূুঝে উঠতে পারিনি’।

বন্ধ করুন