বাংলা নিউজ > বায়োস্কোপ > Navya-Siddhant: বচ্চনের নাতনিকে ডেট করছেন? চর্চার মাঝেই নভ্যার প্রতি প্রেম জাহির সিদ্ধান্তের

Navya-Siddhant: বচ্চনের নাতনিকে ডেট করছেন? চর্চার মাঝেই নভ্যার প্রতি প্রেম জাহির সিদ্ধান্তের

সিদ্ধান্তের নতুন বন্ধু নভ্যা

বচ্চনের নাতনির ছবিতে ভালোবাসা জানালেন সিদ্ধান্ত, চর্চা শুরু এই নতুন বন্ধুত্বের!

বলিউডের অন্যতম চর্চিত পরিবারের আদুরে নাতনি তিনি, যদিও গ্ল্যামার দুনিয়া থেকে সবসময়ই দূরত্ব বজায় রাখেন নভ্যা নাভেলি নন্দা। অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দার মেয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়। তাঁর ফলোয়ার সংখ্যা রীতিমতো ঈর্ষনীয়। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন নভ্যা। তাঁর সাম্প্রতিক ছবিতে ভালোবাসা জানালেন ‘গেহরাইয়া’ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। আর সেই নিয়েই শুরু নতুন চর্চা। 

এক শ্যুটের ছবির শেয়ার করে নভ্যা নিজের আসন্ন প্রোজেক্টের ঝলক শেয়ার করেন নভ্যা। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের মহিলা বিভাগের সঙ্গে হাত মিলিয়ে নতুন প্রোজেক্টটি করছেন বচ্চনের নাতনি। ছবির ক্যাপশনে নভ্যা লেখেন, ‘#দ্যাটসহোয়োটস্ত্রীসেড’ (ThatsWhatStreeSaid) শীঘ্রই আসছে, সঙ্গে থাকুন'।

ছবিতে ভিডিয়ো রেকর্ডিং চলছে এমন অবস্থায় ধরা দিলেন নভ্যা, ক্যামেরার দিকে তাক করে হাসছেন তিনি। অপর ছবিতে একটি ছবি হাতে ক্যামেরার দিকে পোজ দিচ্ছেন তিনি। সেই ছবিতে হৃদয়ের চিহ্ন আঁকলেন নভ্যা। সম্প্রতি দুজনের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে বি-টাউনে। 

ফরডাম বিশ্ববিদ্যালয় (Fordham University) থেকে ডিজিটাল টেকনোলজি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন নভ্যা। বর্তমানে ‘আরা’(Aara) নামক একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত তিনি। 

অভিনয় দুনিয়ায় পা রাখতে চান না নভ্যা, বরং বাবা নিখিল নন্দার পৈতৃক ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চান। ভোগ ম্যাগাজিনকে তিনি জানিয়েছিলেন, ‘আমাদের পরিবারের চতুর্থ প্রজন্ম হিসাবে আমি এই দায়িত্ব নেব, এবং আমার প্রপিতামহ এইচপি নন্দার এই উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাব’। 

এর আগে জাভেদ জাফরি পুত্র তথা অভিনেতা মিজান জাফরির সঙ্গে নভ্যার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সংবাদমাধ্যমে মিজান বারবার জানিয়েছেন তাঁরা শুধুই ভালো বন্ধু। এরপর গত বছর নভেম্বর থেকে সিদ্ধান্ত চতুবের্দীর সঙ্গে নভ্যার প্রেম সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দুজনে। 

 

 

বন্ধ করুন