বাংলা নিউজ > বায়োস্কোপ > Siddhant Chaturvedi: বাবার কথায় সিদ্ধান্ত চতুর্বেদী ছাড়েন ‘ব্রহ্মাস্ত্র’র অফার? কারণ জানলে অবাক হবেন

Siddhant Chaturvedi: বাবার কথায় সিদ্ধান্ত চতুর্বেদী ছাড়েন ‘ব্রহ্মাস্ত্র’র অফার? কারণ জানলে অবাক হবেন

সিদ্ধান্ত চতুর্বেদী

সিদ্ধান্ত চতুর্বেদী সম্প্রতি জানিয়েছেন যে, তাঁকে অয়ন মুখোপধ্যায়ের ব্লকবাস্টার ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এ অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁর বাবার সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত এই ছবিটি না করার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সিদ্ধান্ত চতুর্বেদী সম্প্রতি জানিয়েছেন যে, তাঁকে অয়ন মুখোপধ্যায়ের ব্লকবাস্টার ছবি ‘ব্রহ্মাস্ত্র’-তে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন। তাঁর বাবার সঙ্গে কথা বলার পর, সিদ্ধান্ত এই ছবিটি না করার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

হিউম্যানস অফ বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে, সিদ্ধান্ত শেয়ার করেছেন যে তিনি অফিসিয়ালি এই চরিত্রটি 'প্রত্যাখ্যান' করেননি। তখনও তাঁদের আলোচনা প্রাথমিক পর্যায়ে ছিল। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘যে সময় আমার কাছে এই ছবিতে কাজের প্রস্তাব আসে, সেই সময়টা আমাকে সেভাবে কেউ চিনতেন না, তখন আমার স্ট্রাগল পিরিয়ড চলছিল। তাই তখন অয়ন মুখোপাধ্যায় বা ধর্মা প্রোডকশনের 'ব্রহ্মাস্ত'কে আমি না বলার আমি কে?'

আরও পড়ুন: 'সবাই আমাদের ভালো চায় না ইউভান…' ছেলের জন্মদিনে আরজি কর কাণ্ডের রেশ টেনে কেন এমন বললেন রাজ?

অভিনেতাকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ছবিটিতে অমিতাভ বচ্চনের স্কুলের একজন ছাত্রের ভূমিকার জন্য তাঁকে ভাবা হচ্ছে। যদিও ধর্মা প্রোডাকশন এই ছবির সঙ্গে আরও তিনটি ছবির চুক্তিতে স্বাক্ষর করারও সুযোগ দিচ্ছিল। কিন্তু তাঁর বাবা মনে করেছিলেন এটি সঠিক পদক্ষেপ নয়।

সিদ্ধান্ত বলেন, ‘ওঁরা তখনও স্ক্রিপ্ট লিখছিলেন এবং আমি স্বাভাবিক ভাবেই এই অফারটা পেয়ে বেশ উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমি এটা করতেই পারতাম, কিন্তু আমার বাবা আমাকে করতে দিতে চাইলেন না। তিনি বললেন, ‘তুমি এর থেকে ভালো কাজ পেয়ে যাবে।’ এমনকি আজ পর্যন্ত তিনি আমাকে পুশ করে চলেন। আমি আনন্দিত যে আমি ধর্মার সঙ্গে তিনটি ছবির জন্য চুক্তির অফার পেয়েছিলাম। ‘ব্রহ্মাস্ত্র’-এ নিজেকে দেখতে পাবো ভেবে খুব ভালো লাগছিল। তাই আমি আমার বাবাকে বলেছিলাম যে ছবিতে আমি রণবীর কাপুর, আলিয়া ভাট এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ পাবো। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তাহলে, তোমাকে কেউ আদৌও লক্ষ্য করবে?’

আরও পড়ুন: ‘নিজের জন্য রুখে দাঁড়াতে হয়…’, অহংকারী বলে অপমান! অনন্যাকে কড়া জবাব সিদ্ধান্তের

সিদ্ধান্ত জানান যে, ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে তাঁর কেবল একটি অস্পষ্ট ধারণা ছিল। তিনি জেনেছিলেন চরিত্রটির জন্য হয়তো তাঁকে তীর ছুঁড়তে বা কিছু অ্যাকশনের দৃশ্যে দেখা যেতে পারে। তবে এইসবে তাঁর বাবা প্রভাবিত হননি এবং তাঁকে চরিত্রটি সম্পূর্ণ না জেনে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন। অভিনেতা বলেন, 'বাবা বললেন, ‘না বাবা, আমি মনে করি না তোমার এটা করা উচিত বলে। তোমার কাছে কি স্ক্রিপ্ট আছে? তুমি কি তার জন্য অডিশন দিয়েছ? যদি তুমি নাও জানো যে তুমি সেই ছবিতে কী করতে যাচ্ছো, তাহলে তা করার কোনও দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘এমনকি ‘গালি বয়’- এ রণবীর এবং আলিয়া ছিলেন, কিন্তু অডিশনের পরে, জোয়া আমাকে বলেছিল যে সে আমাকে স্ক্রিপ্টটি পাঠাবেন এবং আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ তখনও আমি এমন কেউ ছিলাম না। তিনি আমাকে বলেছিলেন যদি আমার স্ক্রিপ্টটা পছন্দ হয়, তাহলে তিনি আমার সঙ্গে কাজ করবেন। আমি আমার বাবাকে পুরো চিত্রনাট্য বর্ণনা করি এবং ছবিতে রণবীর এবং আলি থাকা সত্ত্বেও, তিনি আমার যে দুটি গুরুত্বপূর্ণ দৃশ্য রেখেছেন তারও উল্লেখ করি।'

কাজের সূত্রে, সিদ্ধান্ত তার পরবর্তী ছবি ‘যুদ্ধ’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা ২০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে৷ এতে মালবিকা মোহনন, রাঘব জুয়াল প্রধান ভূমিকায় অভিনয় করেছেন৷

বায়োস্কোপ খবর

Latest News

‘বাড়ির কাছে মার মন্দির…’, শাঁখাপলা-সিঁদুরে সেজে কেন পুজো দিতে গিয়েছিলেন সোহিনী বৈবাহিক ধর্ষণ কেন 'ব্যতিক্রমী'? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বোঝাল কেন্দ্র এবার গ্রেফতার আরজি করের টিএমসিপি নেতা আশিস পাণ্ডে, সিবিআই জালে সন্দীপের ডান-হাত 'সামান্থাকে রাজনৈতিক নেতার কাছে পাঠাতে চেয়েছিল নাগার্জুন', ক্ষমা চাইল মন্ত্রী আগামিকাল কেমন কাটবে? ভালো খবর আসবে? জেনে নিন ৪ অক্টোবর শুক্রবারের রাশিফল আসছে মেডিক্যালের নতুন পিজি কোর্স, পড়ানো হবে মেডিক্যাল কলেজে, গাইডলাইন দিল NMC ১০ বছর পরে ICC Women's T20 WC-এ ম্যাচ জিতল বাংলাদেশ, স্কটল্যান্ডকে হারাল ১৬ রানে Sindoor in Astrology: ভাগ্যের মোড় ঘোরাতে পারে সিঁদুর ভয় দেখিয়ে হচ্ছে কাজ! বাংলাদেশে দুর্গা-সহ ৭ প্রতিমা ভাঙচুর, পুজোর আগেই তাণ্ডব ‘আপতত সিঙ্গল থাকতে চাই’,প্রেমে অনীহা সুস্মিতার! এভি-র সঙ্গে কী প্ল্যান এই পুজোয়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.