বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে রণবীরের অনুমতি প্রয়োজন?’ জবাব দিলেন সিদ্ধান্ত

‘দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে রণবীরের অনুমতি প্রয়োজন?’ জবাব দিলেন সিদ্ধান্ত

দীপিকার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে অকপট 

‘এই ছবি সাইন করবার পর আমি প্রথম ফোন কলটা রণবীরকে করেছিলাম’, অকপটে জানালেন সিদ্ধান্ত। 

দীপিকা-সিদ্ধান্তের অনস্ক্রিন রোম্যান্স নিয়ে চর্চার শেষ নেই। ‘গেহরাইয়া’ মুক্তির পর এক সপ্তাহ পরেও এই চর্চায় বিরাম চিহ্ন পড়ছে না। বোনের হবু বরের প্রতি তীব্র শরীরী আকর্ষণ, আর সেই নেশাতেই একের পর এক ‘ভুল’ করে চলেছে আলিশা! এই নিষিদ্ধ প্রেম শেষমেষ কোন মুশকিলে ফেলে দেবে আলিশাকে তা উঠে এসেছে শকুন বাত্রার এই ছবিতে।

‘গল্লি বয়’ ছবির সঙ্গে বি-টাউনে পা রেখেছিলেন সিদ্ধান্ত। সেই ছবির হিরো ছিলেন রণবীর। তাঁরই স্ত্রীর সঙ্গে 'গেহরাইয়া'তে একের পর এক অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং সেরেছেন সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি তুলেছেন ওই সব ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য দীপিকা ও সিদ্ধান্তের উচিত ছিল রণবীরের অনুমতি নেওয়া। দীপিকা পাড়ুকোন এই নিয়ে আগেই জবাব দিয়েছেন, এবার এই প্রসঙ্গ নিয়ে অকপটে উত্তর দিলেন ‘গেহরাইয়া’র জেইন।

বলিউড বাবল-কে দেওয়া সাক্ষাত্কারে সিদ্ধান্ত জানান, ‘একেবারেই নয়। আমরা পেশাদার মানুষ, আমাদের সম্পর্কের সমীকরণটা আমরা জানি। আমার মনে আছে যখন এই ছবির শ্যুটিং চলছিল রণবীর গোয়ায় এসেছিল কিছুদিনের জন্য। আমরা একসঙ্গে আড্ডা দিয়েছি, পার্টি করেছি। এই ছবিটা সাইন করবার পর আমি প্রথম কলটা রণবীরকে করেছিলাম, ও দারুণ খুশি হয়েছিল। গল্লি বয় থেকে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে রণবীর, নিঃসন্দেহে ওকে আমি নিজের মেন্টর মনে করি। তাই সবকিছু একদম ঠিক আছে। দীপিকা একজন পেশাদার অভিনেত্রী। আমরা শুধুমাত্র আমাদের কাজ করছিলাম, আর কিছু না’। 

সিদ্ধান্ত সাফ করেন, ছবিতে জোর করে কোনও অন্তরঙ্গ মুহূর্ত চাপিয়ে দেওয়া হয়নি, যা কিছু রয়েছে সেটি কেবলমাত্র চিত্রনাট্যের প্রয়োজনে। 

‘গেহরাইয়া’তে মুগ্ধ রণবীর সিং। বউয়ের ছবির প্রশংসায় দিন কয়েক আগেই একটি ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছিলেন তারকা। পোস্টের শুরুতে ছবির টাইটেল ট্র্যাক ‘ডুবে হা ডুবে’র লিরিক্স লিখেছেন রণবীর। তারপর ছবিতে দীপিকার অভিনয় ‘tour de force’ অর্থাৎ অসাধারণ বলে উল্লেখ করেছেন। সঙ্গে দীপিকার অভিনয়কে ‘শ্রেষ্ঠ’, ‘উচ্চ’, ‘সর্বোত্কৃষ্ট’ বলেও উল্লেখ করেছেন। সঙ্গে জানিয়েছেন ‘গেহরাইয়া’তে তাঁর অভিনয় নিয়ে যে তিনি গর্বিত সেটাও লেখেন তিনি।

বন্ধ করুন