২৪ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘স্কাই ফোর্স’। সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর। সিনেমাটি মুক্তির ঠিক একদিন আগে ফাইটার পরিচালক সিদ্ধার্থ আনন্দ করেছিলেন একটি অদ্ভুত পোস্ট।
বৃহস্পতিবার X হ্যান্ডেলে সিদ্ধার্থ লেখেন, হাহাহা! নিরাপত্তাহীনতা একটি নতুন পর্যায়ে পৌঁছেছে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ বোধ করছি। নিজের ওপর বিশ্বাস রাখুন। আর একটা কথা, অন্য কাউকে নিভিয়ে নিজের আলো জ্বালানোর চেষ্টা করবেন না। কিন্তু হায়.. সবাই তাই করে।
আরও পড়ুন: বধূবরণের পর শাশুড়ির কোলে বসলেন, খাইয়েও দিলেন শ্বেতা! কাণ্ড দেখে কী করলেন রুবেল?
আরও পড়ুন: মেয়ের জন্মদিনে স্বস্তিকার পোস্ট, ‘সারাজীবন এই বোচকা…’! এখন কী করছেন অন্বেষা, আসবেন অভিনয়ে?
পোস্টে চলচ্চিত্র নির্মাতা কারোর নাম উল্লেখ না করলেও টুইটার ব্যবহারকারীরা বুঝেছেন, এই পোস্ট শুধুমাত্র অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ সিনেমার প্রসঙ্গে করা হয়েছে। দুটি সিনেমায় যেহেতু ভারতীয় বিমানবাহিনীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, তাই এই পোস্ট করেছেন পরিচালক। তবে দুটি গল্প একেবারে ভিন্ন, তাই তুলনা চলেই না।
সিদ্ধার্থের পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, কে জিতবে? ফাইটার নাকি স্কাই ফোর্স? অন্য একজন লিখেছেন, ট্রেলার দেখার পর মনে হয়েছে সিনেমাটি অজয় দেবগনের ভুজ এবং হৃতিক রোশনের ফাইটারের কপি। আবার একজন লিখেছেন, একই রকম ব্যাকগ্রাউন্ড দুটি সিনেমার হলে তুলনা আনতে বাধ্য। তবে সিনেমা যদি ভাল হয় তাহলে অবশ্যই তার প্রশংসা করুন, নিরাপত্তাহীনতায় ভুগবেন না দয়া করে।
ফাইটার প্রসঙ্গে
ফাইটার সিনেমাটি একটি কাল্পনিক গল্পের উপর নির্ভর করে তৈরি করা হয়েছিল। এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা, হৃতিক এবং অনিল কাপুর। সিনেমাটি বিশ্বব্যাপী ৩৫৮ কোটি টাকা আয় করেছিল।
আরও পড়ুন: মদ্যপ অবস্থায় তর্কাতর্কি, সুভাষ ঘাইকে কষিয়ে থাপ্পড় মারেন সলমন! তারপর...?
স্কাই ফোর্স প্রসঙ্গে
এই সিনেমাটি মূলত একটি বায়োপিক।শহীদ স্কোয়াড্রন লিডার আজ্জামাদ বোপ্পেয়া দেবাইয়ার জীবনী নিয়ে তৈরি করা হয়েছে। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের তরফ থেকে একটি বিমান হামলা করা হয় যা ভারতের প্রথম এবং সবথেকে মারাত্মক বিমান হামলা হিসাবে স্মরণীয় হয়ে আছে।