বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithai: পাহাড়ের কোলে মিঠাইকে জাপটে ধরে ‘আই লাভ ইউ’ বলল উচ্ছেবাবু! প্রকাশ্যে নতুন প্রোমো

Mithai: পাহাড়ের কোলে মিঠাইকে জাপটে ধরে ‘আই লাভ ইউ’ বলল উচ্ছেবাবু! প্রকাশ্যে নতুন প্রোমো

মিঠাই-সিদ্ধার্থের রোম্যান্স (ছবি সৌজন্যে- Instagram/sidhaifcx)

আনন্দে আত্মহারা মিঠাই ভক্তরা। এক বছর এক মাস পর অবশেষে হিরোইনকে প্রেম নিবেদন করল হিরো!

এটা স্বপ্ন নাকি সত্যি? মিঠাইয়ের নতুন প্রোমো দেখবার পর থেকে আপতত ঘোরে রয়েছে ভক্তরা। দীর্ঘ এক বছর ধরে যে মুহূর্তটার অপেক্ষায় ছিল তাঁরা, অবশেষে সেটাই সত্যি হতে চলেছে। অবশ্যই খুশির জোয়ারে ভাসছে মিঠাইরানির ফ্যানেরা। এক কথায় তাঁরা ‘হেব্বি হ্যাপি’। একটানা ৪৪ সপ্তাহ টিআরপি তালিকায় এক নম্বরে থাকবার পর চলতি সপ্তাহে শীর্ষস্থান খুইয়েছে জি বাংলার এই সুপারহিট মেগা। শুধু এক নম্বর স্থান ছাড়তে হয়েছে তাই নয়, এক ধাক্কায় সোজা পাঁচে নেমে এসেছে মিঠাই। মন খারাপ ভক্তদের। এর মাঝেই খুশির বার্তা নিয়ে এল এই প্রোমো। 

প্রেম দিবসে জমজমাট সিদ্ধার্থ-মিঠাইয়ের ভালোবাসা। ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন এক ঘন্টার বিশেষ পর্ব নিয়ে হাজির হচ্ছে টিম মিঠাই। আর এদিনই মনের কথা অবশেষে নিজের মুখে বলবে ‘দাদুর নাতি’। মিঠাইয়ের প্রতি সিদ্ধার্থের প্রেম কারুর অজানা নয়, তবে নিজেও সেই বিষয়টি এতদিন এড়িয়ে গিয়েছে সিদ্ধার্থ মোদক। কারণ প্রেম, বিয়ে- এই সবের প্রতি আস্থা নেই সিদ্ধার্থের। তবে মিঠাই রানির আগমন অনেককিছুই বদলে দিয়েছে উচ্ছেবাবুর জীবনে। 

নতুন প্পোমোতে দেখা গেল, পাহাড়ের কোলে চা বাগানের মাঝে মিঠাইয়ের গালে হাত রেখে সিদ্ধার্থ বলছে, ‘আই লাভ ইউ মিঠাই’। আর ব্র্যাকগ্রাউন্ডে বাজছে রোজা ছবির ‘ইয়ে হাসি বাদিয়া’ গান। যাকে বলে সোনায় সোহাগা আর কী! কিন্তু উচ্ছেবাবুর মুখে একথা শুনে কিছুতেই বিশ্বাস হচ্ছে না মিঠাইয়ের। সে বলে, ‘আরেকবার বলো’। আরও জোরে সিদ্ধার্থ বলে উঠে, ‘আই লাভ ইউ মিঠাই’। এরপর বউকে জাপটে ধরে সে। 

এই ঝলক দেখেই তো ‘হার্ট অ্যাটাক’ হওয়ার জোগাড় ফ্যানেদের। কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন, ‘এটা আবার মিঠাইয়ের স্বপ্ন নয় তো?’ যদিও সূত্রের খবর, না আর স্বপ্ন নয় এবার বাস্তবেই ‘ইজহার-এ-মহব্বত’ করতে চলেছেন উচ্ছেবাবু। আর এই বিশেষ পর্বের শ্যুটিংয়ে ইতিমধ্যেই উত্তরবঙ্গে রওনা দিয়েছেন সিদ্ধার্থ-মিঠাইরা। 

তবে কি শীর্ষস্থান ফিরে পেতে সিদ্ধার্থ-মিঠাইয়ের প্রেম কাহিনির নতুন অধ্যায়ই বাজি নির্মাতাদের? ইঙ্গিত সেই দিকেই। 

 

বন্ধ করুন