মঙ্গলবার সকাল থেকে সূর্যগড় প্রাসাদে সাজোসাজো রব। আর হবে নাই বা কেন, আজই যে চার হাত এক হবে সিদ্ধার্থ আর কিয়ারার। সেই শেরশাহ ছবিতে কাজ করার সময় থেকে যে প্রেমের শুরু, তা আজ পরিণতি পাবে। ইতিমধ্যেই বিয়েবাড়িতে পৌঁছে গিয়েছেন অতিথিরা। দুই তারকার পরিবারের সদস্যরা তো আছেনই, সথে আছেন কিয়ারার ছোটবেলার বান্ধবী ইশা আম্বানি। আম্বানির পরিবারের সঙ্গে কিয়ারার বাবারও খুব কাছের সম্পর্ক। খবর আসতে পারেন স্বয়ং মুকেশ আম্বানিও। বলিউড তারকাদের মধ্যে আছেন করণ জোহর, শাহিদ এবং মীরা কাপুর, অমৃতপাল সিং বিন্দ্রা, আরতি শেট্টি এবং শাবিনা খান-সহ একাধিক।
সূর্যগড় ফোর্টকে বর্তমানে একটি বিলাসবহুল বুটিক হোটেলের চেহারা দেওয়া হয়েছে। সেখানেই হচ্ছে বিয়ের সব অনুষ্ঠান। অতিথিদের একাধিক সুযোগ-সুবিধে দেওয়ার পাশাপাশি বিয়ের দিনের খাবারের মেনুতেও থাকবে বিশেষ চমক। শোনা যাচ্ছে ১০ দেশের ১০০-র বেশি পদ অতিথিদের জন্য থাকবে। মেনুতে রয়েছে ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, রাজস্থানী, পঞ্জাবি এবং গুজরাটি খাবার। মিষ্টির মধ্যে থাকবে জয়সলমেরের বিখ্যাত ঘোটওয়ান লাড্ডু। আরও পড়ুন: কিয়ারার জন্য খরচ বাড়ল সিদ্ধার্থের, একসঙ্গে থাকতে কত কোটির বাড়ি কিনলেন?
পাঞ্জাবি ছেলে সিদ্ধার্থ তার পাঞ্জাব এবং দিল্লি থেকে আসা অতিথিদের মশলাদার ও চটকদার খাবারেরও ব্যবস্থা থাকছে। ৫০টির বেশি খাবারের স্টলের দায়িত্বে থাকবেন ৫০০-র বেশি ওয়েটার। সকাল ও বিকেলের টিফিনেও রাখা হয়েছে চমক।
খবর রয়েছে, বিয়ের পর নব্য বিবাহিত জুটি উঠবেন সিদ্ধার্থের আরব সাগর মুখী বিলাসবহুল ফ্ল্যাটে। যার ইন্টিরিয়র করেছিলেন স্বয়ং গৌরি খান। তবে এটা হতে চলেছে অস্থায়ী বাসা। স্থায়ী ঠিকানার খোঁজে রয়েছেন দুই তারকাই। রিপোর্ট বিয়ের অনেক আগে থেকে প্রপার্টি দেখা শুরু করে দিয়েছিলেন সিদ্ধার্থ। অভিনেতা জুহুতে একটি বাংলো পছন্দ করেছেন বলে জানা গিয়েছে। মিড ডে-র রিপোর্ট বলছে যেটি ৩,৫০০ বর্গফুট জুড়ে বিস্তৃত এবং মূল্য ৭০ কোটি টাকা। অভিনেতা এমন একটা বাড়ি চাইছেন, যেখান থেকে বসে উপভোগ করা যাবে সমুদ্র। ঠিক তাঁর বর্তমান পালি হিল এরিয়ার বাড়ির মতো।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)