বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth Malhotra, Kiara Advani Holi: বিয়ের পর প্রথম হোলি, তাই কি দ্বিতীয় বার গায়ে হলুদ সিদ্ধার্থ-কিয়ারার

Sidharth Malhotra, Kiara Advani Holi: বিয়ের পর প্রথম হোলি, তাই কি দ্বিতীয় বার গায়ে হলুদ সিদ্ধার্থ-কিয়ারার

কিয়ারা-সিডের হোলি? নাকি গায়ে হলুদ?

Sidharth Malhotra, Kiara Advani Holi: বিয়ের পরে প্রথম হোলি। জমিয়ে উপভোগ করলেন দম্পতি। সঙ্গে দিলেন ছবিও। 

বিয়ের পরে প্রথম হোলি। কেমন কাটাচ্ছেন সেই হোলি? তা দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। আর তাঁদের হতাশ করেননি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানি। যাকে বলে, মিস্টার অ্যান্ড মালহোত্রা। তাঁরা ছবি দিলেন ইনস্টাগ্রামে। আর সেখানে লিখলেন ভালোবাসার কথা।

মঙ্গলবার বিকেলেই সোশ্যাল মিডিয়ায় এসে যায় ছবি। ছবি দেন সিদ্ধার্থ এবং কিয়ারা— দু’জনেই। সিদ্ধার্থ লেখেন, ‘বিয়ের পরে প্রথম হোলি মিসেসের সঙ্গে।’ এর পরে ভরিয়ে দেন ভালোবাসার ইমোজিতে। ওদিকে আরও এক সেট ছবি একসঙ্গে প্রকাশ করেন সিড এবং কিয়ারা। সেখানে তাঁরা পরস্পররের প্রতি ভালোবাসার কথা জানান দু’জনে। কিন্তু সেখানে অনুরাগীদের জন্য রয়েছে চমকও।

(আরও পড়ুন: এটা জুহি না কিয়ারা আডবানি! বাবার বান্ধবীর সঙ্গে মুখের কত মিল সিদ্ধার্থের বউয়ের)

(আরও পড়ুন: ‘এতদিন বাবা-মায়ের বাড়িতে…’, সিদ্ধার্থকে বিয়ে করে সংসারে কী কী কাজ করছেন কিয়ারা?)

গত মাসের ৭ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ এবং কিয়ারা। তার আগে বিয়ের তারিখ অবশ্য ঘুনাক্ষরেও কাউকে জানতে দেননি তাঁরা। কাউকে মানে, সংবাদমাধ্যম এবং অনুরাগীদের। বেশ গোপনেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার চেয়েও বেশি চমক ছিল অন্যত্র। বিয়ের আগে তাঁধের সম্পর্কের কথা প্রায় প্রকাশই করেননি দু’জনে। গোপনেই প্রেমও করেছেন। আর তার পরে সোজা বিয়ে।

(আরও পড়ুন: ‘আমাকেও গোলাপি রঙে…’, বউয়ের ছবিতে ‘দুষ্টু’ মন্তব্য সিদ্ধার্থের, মজা নিল ফ্যানেরা)

(আরও পড়ুন: ক্যাটরিনাকে সরিয়ে ঠাণ্ডা পানীয়র নতুন মুখ কিয়ারা,‘একদম মানাচ্ছে না’, বলল নেটপাড়া)

বিয়ের পরের প্রথম হোলির ছবিতেও অবশ্য চমক আছে। রং মাখা অবস্থায় দু’জনের ছবি দিলেও, অন্য এক সেট ছবিতে দেখা যাচ্ছে, গায়ে হলুদ মাখছেন তাঁরা। তাতে অনেকেই বলেছেন, হোলিতে আবার গায়ে হলুদ হল নাকি দু’জনের? ছবির ক্যাপশনেও দোলের কথাই লিখেছেন তাঁরা। ফলে মনে হতেই পারে, দোলের দিন বুঝি দ্বিতীয় বার গায়ে হলুদ বা হলদির অনুষ্ঠান করেছেন তাঁরা? কিন্তু বিষয়টি আসলে তা নয়। তাঁরা দু’জনেই পোস্ট করেছে পুরনো ছবি। এটি তাঁদের বিয়ের আগের হলদির অনুষ্ঠানেরই ছবি। সেটিই আবার দোলের দিন পোস্ট করেছেন তাঁরা। আর তা দেখেই অনুরাগীদের মনে হয়েছে এমন কথা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন