সদ্য বিবাহিত দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি মুম্বইতে তাঁদের বিয়ের রিসেপশন দেবেন রবিবার। শনিবার দিল্লি থেকে মুম্বইতে ফেরেন। মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দম্পতিকে দেখে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজ্জিরা। যা ইতিমধ্যেই ভাইরাল। সঙ্গে চর্চায় সিড-কিয়ারার নতুন বাড়ি। যেখানে নতুন সংসার পাতবেন বলিউডের এই দম্পতি।
পাপারাজ্জো ভাইরাল ভায়ানি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে একটি উঁচু ভবন দেখা যাচ্ছে। ভিডিয়ো অনুসারে, এটি সেই বিল্ডিং যেখানে সিদ্ধার্থ এবং কিয়ারার নতুন অ্যাপার্টমেন্ট রয়েছে। সিদ্ধার্থ এবং কিয়ারা কখন এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন পাপারাজ্জি একজনকে জিজ্ঞেস করলে উত্তর আসে, ‘হয়ে গেল এক সপ্তাহ’।
মিড ডে-র রিপোর্ট বলছে এই ফ্ল্যাটটি ৩,৫০০ বর্গফুট জুড়ে বিস্তৃত এবং মূল্য ৭০ কোটি টাকা। অভিনেতা এমন একটা বাড়ি চাইছেন, যেখান থেকে বসে উপভোগ করা যাবে সমুদ্র। ঠিক তাঁর বর্তমানের পালি হিলের বাড়ির মতো।
৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে বিয়ে করেন সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানি। ৮ ফেব্রুয়ারি মরুদেশ থেকে রওয়ানা দেন দিল্লিতে সিডের বাড়িতে। সেখানে পরিবার ও বন্ধুদের জন্য রিসেপশন পার্টি রেখেছিলেন দিল্লির লীলা প্যালেসে। এরপর ১১ তারিখ ফিরলেন মুম্বইতে।
মুম্বই বিমানবন্দরের বাইরে কিয়ারাকে দেখা গিয়েছিল হলুদ রঙের আনারকলিতে। নজর কাড়ছিল আঙুলে থাকা হিরের আংটিও। রবিবারের সিড-কিয়ারার মুম্বই রিসেপশনে হাজির থাকার কথা রয়েছে জুহি চাওলা, অনিল কাপুর, শাহরুখ খান, অজয় দেবগন, অক্ষয় কুমার, করণ জোহর, শহিদ কাপুর, পরিণীতি চোপড়া, বরুণ ধাওয়ান, এবং মনীশ মালহোত্রার মতো তারকাদের।