বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth-Kiara Wedding: সিড-কিয়ারার বিয়ে জমজমাট! করণ-শাহিদদের স্বাগত জানাতে চলছে রাজস্থানি নাচ-গান

Sidharth-Kiara Wedding: সিড-কিয়ারার বিয়ে জমজমাট! করণ-শাহিদদের স্বাগত জানাতে চলছে রাজস্থানি নাচ-গান

সিড-কিয়ারার বিয়ে জমজমাট!

Sidharth-Kiara Wedding: হবু বর পাঞ্জাবি, হবু কনে সিন্ধি, এদিকে বিয়েতে ছোঁয়া লেগেছে রাজস্থানি সংস্কৃতির! নাচে গানে জমে উঠেছে সিদ্ধার্থ কিয়ারার বিয়ে।

বলিউডে ফের বেজে উঠেছে বিয়ের সানাই। অন্যতম চর্চিত এবং সকলের পছন্দের জুটি সিড কিয়ারা যে জুটি বাঁধতে চলেছেন। ইতিমধ্যেই কিয়ারাকে তাঁর পরিবারের সঙ্গে বিমান বন্দরে দেখা গিয়েছে। তাঁরা সকলে মিলে জয়সলমীরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামীকাল বসবে বিয়ের আসর। তার আগে আজ অনুষ্ঠিত মেহেন্দি এবং সঙ্গীত।

কিয়ারার সঙ্গে জয়সলমীর পৌঁছে গেছেন হবু বর সিদ্ধার্থও। আম্বানিদের প্রাইভেট জেটে কিয়ারা তাঁর পরিবারকে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন মণীশ মালহোত্রাও।

রাজস্থানি ছোঁয়া লেগেছে এই বিয়েতে। হবু বর যতই পাঞ্জাবি হোক আর কনে যতই সিন্ধি হোক, বিয়ে জমেছে রাজস্থানি সুরে। ইতিমধ্যেই তাঁদের বিবাহ বাসর যেখানে বসবে সেই সূর্যগড়ের প্রাসাদ সেজে উঠেছে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল রাজস্থানি গান নাচ। জয়সলমীর বিমানবন্দরের বাইরেই তাঁদের আসর জমাতে দেখা গেল। মনে করা হচ্ছে অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্যই এই আয়োজন।

তবে কেবলই রাজস্থানি নাচ গান নয়, জানা গিয়েছে রাজস্থানের বিশেষ পুতুল নাচের ব্যবস্থা করা হতে পারে অতিথিদের জন্য।

সিড কিয়ারার বিয়ের জন্য ইতিমধ্যেই শাহিদ কাপুর তাঁর গোটা পরিবারকে নিয়ে রওনা দিয়ে দিয়েছেন। আজই তাঁদের লাভ গুরু করণ জহির সহ বরুণ ধাওয়ান প্রমুখের আসার কথা এখানে। এছাড়া আম্বানি পরিবারকেও দেখা যাবে বলে খবর আছে।

যেহেতু বলি পাড়ার এবং দেশের এত গণ্যমান্য ব্যক্তিরা এই বিয়েতে উপস্থিত হবেন সেহেতু নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। একেবারে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। তবে যত যাই হোক, এই বিয়েতেও কিন্তু ফোন নিয়ে প্রবেশ নিষেধ!

সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি বিগত বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন। কিন্তু কখনও তাঁরা এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। এমনকি বিয়ে নিয়েও এখনও টুঁ শব্দটি করেননি। তাঁদের প্রথমবার শেরশাহ ছবিতে দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে এই ছবি থেকে তাঁদের জীবনেও বসন্তের ছোঁয়া লেগেছিল।

বন্ধ করুন