বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth-Kiara: ফুলের সাজসজ্জা, রোম্যান্টিক পিয়ানো সঙ্গীত, সিড-কিয়ারার রিসেপশনের অন্দরের ছবি

Sidharth-Kiara: ফুলের সাজসজ্জা, রোম্যান্টিক পিয়ানো সঙ্গীত, সিড-কিয়ারার রিসেপশনের অন্দরের ছবি

মণীশ মালহোত্রা সিদ্ধার্থ এবং কিয়ারার মুম্বই রিসেপশনের একটি ভিডিয়ো শেয়ার করেছেন।

Sidharth-Kiara: ডিজাইনার মণীশ মালহোত্রার শেয়ার করা নতুন ভিডিয়োতে দেখা গিয়েছে, পিয়ানোবাদক হালকা সুরে পিয়ানো বাজাচ্ছেন। সাদা ফুল দিয়ে সাজানো প্রবেশদ্বার অন্দরের শোভাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।

রিসেপশনের গোটা ডেকরেশন ফুলের। এক কোণে বসে শিল্পী পিয়ানো বাজাচ্ছে। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির মুম্বইয়ের রিসেপশন পার্টিটা যেন রূপকথার গল্পর মতো। ইনস্টাগ্রাম স্টোরিতে সিড-কিয়ারার রিসেপশনের অন্দরের ঝলকই তুলে ধরেছেন ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রা।

মুম্বইয়ের সাত-তারা হোটেলে বসেছিল দম্পতির গ্র্যান্ড রিসেপশন পার্টি। বিয়েতে সাবেকি সাজে নজর কাড়ার পর এদিন একদম পশ্চিমী পোশাকে ধরা দিয়েছেন নবদম্পতি। গত ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় দূর্গে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। গোটা ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীরা সিড-কিয়ারার বিয়ের রিসেপশনে আমন্ত্রিত ছিলেন।

দম্পতির বন্ধু এবং ডিজাইনার মণীশ মালহোত্রার শেয়ার করা নতুন ভিডিয়োতে দেখা গিয়েছে, পিয়ানোবাদক হালকা সুরে পিয়ানো বাজাচ্ছেন। তিনি লেখেন, ‘খুব সুন্দর সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি’। চারপাশে স্বপ্নের মতো সাদা ফুলের সাজসজ্জা। সাদা ফুল দিয়ে সাজানো প্রবেশদ্বার অন্দরের শোভাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন: আরিয়ান, নাইসাদের সঙ্গে ভূমি, সমীক্ষাদের পার্টি মুম্বইতে, কে কেমন সেজেছেন, ছবি

<p>মণীশ মালহোত্রা সিদ্ধার্থ এবং কিয়ারার মুম্বই রিসেপশনের আরও ঝলক শেয়ার করেছেন।</p>

মণীশ মালহোত্রা সিদ্ধার্থ এবং কিয়ারার মুম্বই রিসেপশনের আরও ঝলক শেয়ার করেছেন।

কিয়ারার কপালে আলতো করে একটি চুমু দিচ্ছেন সিদ্ধার্থ। এমনকি স্ত্রী কিয়ারাকে পিছন থেকে জড়িয়ে রয়েছেন অভিনেতা। সিড-কিয়ারার রিসেপশন থেকে একাধিক নতুন ছবি প্রকাশ্যে এনেছেন তাঁদের বন্ধু এবং ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রা। নতুন ছবিতে দেখা গিয়েছে, নবদম্পতি তাঁদের স্টাইলিশ রিসেপশন লুকে একসঙ্গে পোজ দিচ্ছেন-

সিদ্ধার্থ-কিয়ারা গ্র্যান্ড রিসেপশন ম্যাচিং কালো রঙের পোশাক বেছে নিয়েছিলেন। আইভরি রঙের টপের সঙ্গে কালো মার্মেড কাটিং গাউনে ধরা দেন নববধূ। ম্যাচিং রিং সহ হিরে এবং পান্নার নেকলেস, চড়া মেকআপ এবং মাথায় খোপা বেঁধেছিলেন কিয়ারা। অন্যদিকে সিদ্ধার্থ ঝলমলে কালো ব্লেজার, ম্যাচিং প্যান্ট এবং একটি টার্টলনেক টি-শার্ট পরেছিলেন। এ দিন মণীশ মালহোত্রার গাউনে আপরূপা ছিলেন কিয়ারা। অন্যাদিকে তাঁর গলায় পান্না রঙের নেকপিসটিও মণীশ মালহোত্রার ওয়ারড্রোবের।

রিসেপশন পার্টিতে যাওয়ার আগে নববধূকে কিয়ারারে ফাইনাল টাচ দেন মণীশ মালহোত্রা। সেই ঝলকই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন মণীশ। সিড-কিয়ারার বিয়ে থেকে রিসেপশন পার্টি সবেতেই হাজির ছিলেন মণীশ মালহোত্রা।

৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্রাসাদে পরিবার, নিকট আত্মীয় ও বন্ধুদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। দম্পতির বিয়ের রাজকীয় সাজ মন কেড়েছে সবার। গোলাপি লেহেঙ্গায় ছকভাঙা কিয়ারা, অন্যদিকে আইভরি শেরওয়ানিতে দেখা যায় ‘শেরশাহ’ সিদ্ধার্থকে।

বন্ধ করুন