বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth Malhotra-Kiara Advani Wedding: কোরিওগ্রাফির কায়দা, বড় বেশি ফিল্মি, সিধ-কিয়ারার বিয়ের ভিডিয়ো দেখে বলছে নেটপাড়া

Sidharth Malhotra-Kiara Advani Wedding: কোরিওগ্রাফির কায়দা, বড় বেশি ফিল্মি, সিধ-কিয়ারার বিয়ের ভিডিয়ো দেখে বলছে নেটপাড়া

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিয়ো দেখে কী বলছে নেটপাড়া?

কেউ আবার সমালোচনা করে লিখেছেন, ‘ভিডিয়োটি দেখে মোটেও রিয়েল মনে হয়নি, এটা যেন বড়বেশি ফিল্মি হয়ে গিয়েছে।’ কেউ আবার লিখছেন, ‘পুরোটাই কোরিওগ্রাফির কামাল, আর কিছুই নয়।’ কারোর কথায়, ‘বড়ই নাটুকে ভিডিয়ো…’। 

এ যেন এক রাজকন্যা আর রাজপুত্রের গল্প। যাঁদের রূপকথার প্রেম পূর্ণতা পেয়েছে গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরে। রূপকথাই বটে, সম্প্রতি সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিয়ো সামনে আসতেই তাতে বুঁদ হয়ে রয়েছেন নেটপাড়ার নাগরিকরা। বি-টাউনের লাভবার্ডকে নবদম্পতির বেশে দেখে নেটপাড়ার ঘোর কাটছে না। তবে সমালোচকের অভাব হয় না। কেউ কেউ সিধ-কিয়ারার ভিডিয়ো দেখে নাক সিঁটকে বলছেন, 'রিয়েল নয়, যেন বড়বেশি ফিল্মি লাগছে'।

ঠিক কী রয়েছে ভিডিয়োতে?

ভিডিয়োতে দেখা যাচ্ছে গোলাপি লেহেঙ্গা আর হীরে-পান্নার গয়নায় সেজে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে আসছেন কিয়ারা। তাঁর মাথায় ফুলের শামিয়ানা ধরেছেন তাঁরই ভাই এবং পরিবারের সদস্যরা। কিছুটা এগিয়ে এসে গানের তালে নাচতে দেখা গেল কিয়ারাকে। আবার কখনও সিদ্ধার্থের লুক নিয়ে ইশারাও করলেন। সিদ্ধার্থ তখন তাঁকে সময়ের কথা মনে করিয়ে দিচ্ছেন। এরপর মুখোমুখি দুই লাভবার্ড। কিয়ারা-ই প্রথম বরমাল্য দিলেন সিদ্ধার্থের গলায়, তারপর সিদ্ধার্থও পরালেন মালা। তারপর সকলকে সাক্ষী রেখে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। আর এভাবেই পরিণতি পায় এক পাঞ্জাবি যুবক ও সিন্ধি তরুণীর প্রেম। অরিজিনাল অডিও সঙ্গে বিয়ের ভিডিয়োটি শুক্রবার তারকা দম্পতির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটির জন্য 'শেরশাহ' ছবির রাঞ্জা গানটির সুরে নতুন কথা বসিয়ে তৈরি করা হয়েছে। সেই গানের ছন্দেই ধীরে ধীরে হবু বর সিদ্ধার্থের দিকে এগোতে দেখা গিয়েছে কনে কিয়ারাকে। যদিও রাঞ্জা গানটি মূলত দুঃখের গান, যদিও কিয়ারার দাবি ছিল এটা তাঁর আর সিদ্ধার্থের গান, তাই সেই গানটিতেই নতুন করে কথা বসানো হয়।

সিধ-কিয়ারার এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই নবদম্পতি সিধ-কিয়ারাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই, তেমন, কেউ আবার সমালোচনা করে লিখেছেন, ‘ভিডিয়োটি দেখে মোটেও রিয়েল মনে হয়নি, এটা যেন বড়বেশি ফিল্মি হয়ে গিয়েছে।’ কেউ আবার লিখছেন, ‘পুরোটাই কোরিওগ্রাফির কামাল, আর কিছুই নয়।’ কারোর কথায়, ‘বড়ই নাটুকে ভিডিয়ো…’। কেউ আবার সিদ্ধার্থের উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনি কিন্তু আমার সঙ্গে ঠিক করলেন না, আমাকে আপনার পছন্দ হল না, কিয়ারাকে বিয়ে করে নিলেন, আমার হৃদয় কষ্ট পেল…’। আবার কিয়ারার অনুরাগীরাও অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

বিয়ের পর কিয়ারা সিদ্ধার্থের হাত ধরে তাঁর দিল্লির বাড়িতে পৌঁছেছেন। সেখানে নববধূকে স্বাগত জানানো হয়েছে ধূমধাম করে। গৃহপ্রবেশের সময় ঢোলের তালে নাচতেও দেখা যায় নব-দম্পতিকে। ৯ ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত হয় তাঁদের রিসেপশন পার্টি। সেখানেও উপস্থিত ছিলেন তারকা দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা ও তাঁদের পরিবারের সদস্যরা। এরপর মুম্বইতেও ফিরে সেখানেও ঘটা করে রিসেপশনের আয়োজন করার কথা রয়েছে তাঁদের। আগামী সপ্তাহে মুম্বইয়ের গ্র্যান্ড হোটেলে হতে চলেছে সেই অনুষ্ঠান।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ডাক্তারদের সমাবেশের পেছনে সিপিএম! ‘মুখোশ খুলে গেল,’ বিস্ফোরক অডিও পোস্ট কুণালের ভোজ্য‌ তেলের খুচরো দাম বাড়ল অস্বাভাবিক, দুর্গাপুজোর মরশুমে নাভিশ্বাস গৃহস্থের IPL 2025-এ কি খেলবেন প্যাট কামিন্স? আসন্ন মেগা নিলামের আগে কী বললেন SRH অধিনায়ক অনলাইন জুয়ার প্রচার ভারতের হেড কোচের! গম্ভীরের দ্বিচারিতায় ক্ষেপে লাল নেটিজেনরা মন নবমী বললেও দশমী পার! তবে পরেরবার আগেই হবে দুর্গাপুজো, ২০২৫-তে কবে আসবেন মা? এই গ্রামে দশেরা কোনও উৎসব নয়, রাবণের মৃত্যুতে আজও শোকপালন করেন বাসিন্দারা, কেন? 'ভুল থেকে আমি…' নাতাশার সঙ্গে ডিভোর্সের পর প্রথম জন্মদিন, কী শপথ নিলেন হার্দিক? ‘এটুকু স্বার্থত্যাগ…’, জুনিয়র ডাক্তারদের ডাকা অরন্ধন নিয়ে আবেদন সুদীপ্তার চোট নাকি অন্য কিছু? কী জন্য IND vs NZ Test সিরিজ থেকে বাদ পড়লেন মহম্মদ শামি? অনশনে অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গ মেডিক্যালের এক ছাত্র, ভর্তি করা হল হাসপাতালে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.