গোটা সোশ্যাল মিডিয়া এখন সিড-কিয়ারার বিয়ের আলোচনায় মত্ত। কারা আসছেন অতিথি হয়ে। কী কী আয়োজন হল তাঁদের বিয়েতে। মেনু কী, যেখানে তাঁদের বিয়ে হচ্ছে সেই হোটেলের ভাড়া কত, ইত্যাদি জানতে আগ্রহের অন্ত নেই মানুষের। ট্রেন্ডিংয়ে রয়েছে গোটা বিষয়টাই। বলি পাড়া হোক সোশ্যাল মিডিয়া সর্বত্রই যেন এক চর্চা! হবে নাই না কেন, এই জুটি যে সকলেরই বড় পছন্দের। কিন্তু একি! তাঁদের বিয়ের আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে নানা মিম!
সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি রোজ ডের দিনই সাত পাকে বাঁধা পড়বেন। আজ অনুষ্ঠিত হচ্ছে হলদি এবং সঙ্গীত অনুষ্ঠান। আর সেগুলোর সঙ্গে পাল্লা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে হরেক রকম মিম। সেই মিম দেখে হাসি থামানো দায়।
টুইটারে এক ব্যক্তি নাসার কর্মীদের একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, 'কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের দিন ঘোষণা হওয়া মাত্রই বিরল ভয়ানি, পিঙ্কভিলা, ফিল্মফেয়ার, এবং অন্যান্য বলিউড সাংবাদিকদের অবস্থা।'

সিড-কিয়ারার বিয়ের মিম
আরেক ব্যক্তি সিড-কিয়ারার বিয়েতেও সলমন খানকে সিঙ্গেল থাকার জন্য খোঁচা দিতে ছাড়েন না। তিনি টুইটারে একটি ছবি পোস্ট করেন। সেখানে একাধিক ছবির কোলাজ দেখা যায়। একদিকে অভিষেক এবং এবং ঐশ্বর্যর বিয়ের ছবি। সেখানে লেখা 'প্রাক্তনের বিয়ে হয়ে গেল।' অর্থাৎ এখানে সলমন এবং ঐশ্বর্যের সম্পর্কের কথা মনে করানো হয়। তার পাশে সলমনের আরেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশমের বিয়ের ছবি দিয়ে লেখা, 'দ্বিতীয় এক্সের বিয়ে হয়ে গেল..' তৃতীয় ছবিতে ক্যাটরিনার মাধ্যমে সলমনের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, 'দ্বিতীয় এক্সের এক্স বয়ফ্রেন্ড বিয়ে করে ফেলল।' এবার বাড়াবাড়ি রকমের সূত্র টেনে, অর্থাৎ সলমনের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার প্রাক্তন রণবীরের বর্তমান স্ত্রী আলিয়ার প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থের সূত্র জুড়ে বলা হয়েছে সেও বিয়ে করে ফেলছে। আর তুমি?' গোটা বিষয়টা দেখে আপনার রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নম্বর ওয়ানের সম্পর্কের ধাঁধা বলে মনে হতেই পারে! প্রশ্ন আছে উত্তর খুঁজতে মাথার চুল ছেঁড়ার জোগাড়!

সলমনকে খোঁচা
আরেক ব্যক্তি টুইটারে একটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন সিদ্ধার্থ কিয়ারা বাকি সব সেলেবের মতো এক ক্যাপশন দিয়ে এক ভঙ্গিতে হেসে ছবি পোস্ট করবে সেটা দেখার জন্য।'

সিড-কিয়ারার বিয়ের মিম
সব থেকে মজার মিম করেছে এই ব্যক্তি। হেরা ফেরি ছবির একটি দৃশ্য পোস্ট করে লেখেন, 'সিদ্ধাথ, কিয়ারার বিয়ের খবর শুনে জয়সলমের বিমান বন্দরে বিরল ভয়ানি, ফিল্মফেয়ার, স্থানীয় ক্যামেরাম্যানদের অবস্থা!' এই ছবিতে জনি লিভার, সুনীল শেট্টি, অক্ষয় কুমারকে দৌড়াতে দেখা যাচ্ছে।

সিড-কিয়ারার বিয়ের মিম
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই মিমগুলো। নেটিজেনরা এই বিয়ে নিয়ে ভীষণ ভাবে মজেছে সেটা বোঝাই যাচ্ছে।
বিগত বেশ কয়েক বছর প্রেম করার পর অবশেষে এই বছর তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন। যদিও এতদিন যাবৎ তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে পাবলিকলি একটি কথাও বলেননি। শেরশাহ ছবিতে প্রথমবার সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানিকে দেখা যায়। জয়সলমেরে সূর্যগড় প্রাসাদে তাঁদের বিয়ের বাসর বসবে ৭ ফেব্রুয়ারি।