মুম্বইয়ের সাত-তারা হোটেলে বসেছিল সিদ্ধার্থ-কিয়ারার গ্র্যান্ড রিসেপশন পার্টি। বিয়েতে সাবেকি সাজে নজর কাড়ার পর এদিন একদম পশ্চিমী পোশাকে ধরা দিয়েছেন নবদম্পতি। গত ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় দূর্গে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। এবারহ সিদ্ধার্থ-কিয়ারার মুম্বই রিসেপশন থেকে একটি সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছেন তাঁদের বন্ধু এবং ডিজাইনার মণীশ মালহোত্রা।
নতুন ছবিতে দেখা যাচ্ছে, নবদম্পতি তাঁদের স্টাইলিশ রিসেপশন লুকে একসঙ্গে পোজ দিচ্ছেন। প্রথম ছবিতে দেখা গিয়েছে, কিয়ারার কপালে আলতো করে একটি চুমু দিচ্ছেন সিদ্ধার্থ। এমনকি স্ত্রী কিয়ারাকে জড়িয়ে রয়েছেন সিদ্ধার্থ। আরও পড়ুন: অমিতাভ বচ্চনের বাংলোর সামনে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, ঘটনায় গ্রেফতার অটোচালক
সিদ্ধার্থ-কিয়ারা গ্র্যান্ড রিসেপশন ম্যাচিং কালো রঙের পোশাক বেছে নিয়েছিলেন। আইভরি রঙের টপের সঙ্গে কালো মার্মেড কাটিং গাউনে ধরা দেন নববধূ। ম্যাচিং রিং সহ হিরে এবং পান্নার নেকলেস, চড়া মেকআপ এবং মাথায় খোপা বেঁধেছিলেন কিয়ারা। অন্যদিকে সিদ্ধার্থ ঝলমলে কালো ব্লেজার, ম্যাচিং প্যান্ট এবং একটি টার্টলনেক টি-শার্ট পরেছিলেন।
মণীশের শেয়ার করা ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ছবিতে এক অনুরাগীর মন্তব্য, ‘প্রথম ছবিটা এত সুন্দর! ওহ আমার সিড-কিয়ারা’। অপর এক নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘বি টাউনের অন্য়তম সুন্দর দম্পতি’। পরের দুটি ছবিতেও দেখা গিয়েছে সিদ্ধার্থ এবং কিয়ারা একসঙ্গে পোজ দিয়েছেন এবং তাঁদের রিসেপশনে তাঁদের অত্যাশ্চর্য পোশাক দেখাচ্ছেন।
এ দিন মণীশ মালহোত্রার গাউনে আপরূপা ছিলেন কিয়ারা। অন্যাদিকে তাঁর গলায় পান্না রঙের নেকপিসটিও মণীশ মালহোত্রার ওয়ারড্রোবের। রিসেপশন পার্টিতে যাওয়ার আগে নববধূকে কিয়ারারে ফাইনাল টাচ দেন মণীশ মালহোত্রা। সেই ঝলকই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন মণীশ। সিড-কিয়ারার বিয়ে থেকে রিসেপশন পার্টি সবেতেই হাজির ছিলেন মণীশ মালহোত্রা।
৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্রাসাদে পরিবার, নিকট আত্মীয় ও বন্ধুদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। দম্পতির বিয়ের রাজকীয় সাজ মন কেড়েছে সবার। গোলাপি লেহেঙ্গায় ছকভাঙা কিয়ারা, অন্যদিকে আইভরি শেরওয়ানিতে দেখা যায় ‘শেরশাহ’ সিদ্ধার্থকে।
এরপর ৯ ফেব্রুয়ারি দিল্লিতে ঘরোয়া রিসেপশনে মেতেছিলেন নবদম্পতি। সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের রিসেপশনে পৌঁছেছেন কাজল-অজয়, বিদ্যা বালান-সিদ্ধার্থ রয় কাপুর, অভিষেক বচ্চন-সহ টিনসেন টাউনের বহু তারকা। হাজির ছিলেন রোহিত শেট্টি, পরিচালক আনন্দ এল রাই, সাজিদ নাদিয়াদওয়ালারা। আপাতত নতুন জীবনের শুভেচ্ছায় নব দম্পতি।