এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হলেন কিয়ারা আডবানি। ৩১ জুলাই তিনি ৩৩ বছরে পা দিলেন। আর এদিন তাঁর জন্মদিন উপলক্ষে সিদ্ধার্থ মালহোত্রা একটি আদুরে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। জানান জন্মদিনের শুভেচ্ছা।
কিয়ারার জন্মদিনে কী লিখলেন সিদ্ধার্থ?
এদিন সিদ্ধার্থ মালহোত্রা কিয়ারার বার্থডে পার্টির একটি ছবি পোস্ট করেন। যেখানে আই লাভ ইউ লেখা বেলুন দেখা যাচ্ছে। এবং সঙ্গে পিছনে সাদা ড্রেস পরে হাসি মুখে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। বেশ কিছু ছবিতে সুপারস্টার লেখা।
এই ছবিগুলো পোস্ট করে সিদ্ধার্থ মালহোত্রা লেখেন, 'শুভ জন্মদিন ভালোবাসা। এই ছবিটাই সব বলে দিচ্ছে। তুমিই আমার দেখা সবথেকে দয়ালু মানুষ। আমরা একসঙ্গে আগামীতে অনেক স্মৃতি তৈরি করব।'
কিয়ারা আডবানি নিজেও তাঁর জন্মদিনের একাধিক ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেও একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন। যাঁরা যাঁরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সেগুলো সব তিনি শেয়ার করেছেন।
কিয়ারাকে আগামীতে ওয়ার ২ ছবিতে দেখা যাবে। এছাড়া ডন ৩ ছবিতেও দেখা যাবে তাঁকে। ওয়ার ২ ছবিতে তাঁর সঙ্গে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরকে দেখা যাবে। অন্যদিকে ডন ৩ ছবিতে থাকবেন রণবীর সিং।