২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। ভক্তদের মনে অভিনেতার জন্য এখনও প্রচুর শ্রদ্ধা রয়েছে। সিদ্ধার্থ শুক্লার মা রীতা শুক্লাকে অভিনেতার ভক্তরা স্নেহ ভরে 'রীতা মা' বলে ডাকেন।
মহা শিবরাত্রি উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি ব্রহ্মা কুমারীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানেই যোগ দিতে দেখা গিয়েছে রীতা শুক্লাকে। ব্রহ্মা কুমারী গ্রুপের সোশ্যাল মিডিয়া পেজে একটি লাইভ ইন্টারঅ্যাকশনে দেখা গিয়েছে সিদ্ধার্থের মাকে। শুধু মা নয়, সিদ্ধার্থের চর্চিত প্রেমিকা এবং ভালো বান্ধবী শেহনাজ গিলও মহা শিবরাত্রি উপলক্ষে সেই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
খুব অল্প বয়সেই না ফেরার দেশে চলে গিয়েছেন সিদ্ধার্থ শুক্লা। ২০২১ সালের ২ সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সিদ্ধার্থের ভক্তরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার মায়ের প্রতি ভালোবাসা উজাড় করেছেন। বিগ বস ১৩ সিজেনের জয়ী সিদ্ধার্থ। বিভিন্ন ফিল্ম এবং টেলিভিশনের রিয়ালিটি শোতে উপস্থিত থাকতেন। আরও পড়ুন: সেরা অভিনেত্রী আলিয়া, বলিউডে অবদানের জন্য বিশেষ পুরস্কার রেখাকে, রইল ছবি
শিবরাত্রির অনুষ্ঠানে রীতা শুক্লা একটি লাইভ ইন্টারঅ্যাকশনের জন্য দলে যোগ দিয়েছিলেন। তিনি অভিনেতার ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমি আপনাদের সকলকে ভালোবাসি এবং আপনার সমস্ত বার্তা পড়ি। এটা জেনে খুব খুশি হই আপনারাও অনেকেই আমাকে ভালোবাসেন এবং যার একমাত্র কারণ সিদ্ধার্থ শুক্লা’। সিদ্ধার্থ শুক্লার মা রীতা মায়ের ভিডিয়ো দেখুন-
অনুষ্ঠান থেকে শেহনাজ গিলেরও বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। হলুদ সালোয়ার স্যুট পরে ধরা দেন শেহনাজ। অভিনেত্রীর মুখে মৃদু হাসি দেখা যাচ্ছে। শেহনাজ গিলের ছবিগুলি দেখুন-
বিগ বসে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন সিদ্ধার্থ আর শেহনাজ। আর সেই সম্পর্ক শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বাইরে বেরিয়েও শেহনাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চর্চা চলত। খবর, নিজে দায়িত্ব নিয়ে শেহনাজকে গাইড করছিলেন তিনি। তবে হঠাৎই ছন্দপতন। হৃদরোগ প্রাণ কেড়ে নেয় অভিনেতার।
সেই সময় নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলেন শেহনজা। প্রায় দু মাস সবকিছু থেকে দূরে ছিলেন তিনি। এরপর ধীরে ধীরে কাজে ফেরেন। ২০২২ সালে সিদ্ধার্থের জন্মদিনের আগে তাঁকে ট্রিবিউট দিয়ে নিয়ে আসেন মিউজিক ভিডিয়ো ‘তু ইহা হ্যায়’। যাতে বিগ বসে সিদ্ধার্থ আর শেহনাজের বেশকিছু ক্লিপিংস ব্যবহার করা হয়েছিল।