২০২২ সালের ২৯ মে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে। ৩০ রাউন্ড গুলি চালানো হয়েছিল সেই দিন। ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ায় গায়কের নিরাপত্তায় কাটছাঁট করা হয়, তারপরের দিনই পৈত্রিক বাড়ির কাছেই গায়ককে গুলি করে হত্যা করা হয়।
সিধুর মৃত্যুর পর তাঁর বাবা বালকৌর সিং সিধু সক্রিয়ভাবে ছেলের হত্যাকারীদের বিচারের জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। অন্যদিকে সিধুকে মারার দায় স্বীকার করেছিলেন গোল্ডি ব্রার। ফোনের পেছনে লরেন্স হাত আছে বলে মনে করা হয়েছিল। তবে ঠিক কী কারণে এই খুন, তা জানা যায়নি।
আরও পড়ুন: বিদেশমন্ত্রী এস জয়শংকরের প্রশংসায় পঞ্চমুখ, তবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে কার পক্ষ নিলেন জন আব্রাহাম?
আরও পড়ুন: ইউভানকে কাঁধে নিয়ে সৈকতে হেঁটে বেড়াচ্ছেন, শুভশ্রীর ফিটনেসে মুগ্ধ নেটপাড়া, মা-ছেলের কী গল্প হল?
২০২২ সালে সিধুর মর্মান্তিক মৃত্যুর ২২ মাস কাটতে না কাটতেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন গায়কের বাবা-মা। ৫০ বছর পেরিয়ে গেলেও IVF পদ্ধতির সাহায্য নিয়ে বাবা-মা হন তাঁরা। ২০২৪ সালে জন্ম হয় ছোট্ট শুভদীপের। এবার শুভদীপের হোলি খেলার ছবি শেয়ার করলেন তাঁর কাকা।
প্রয়াত গায়কের কাকা যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি ছোট্ট মিষ্টি শিশু সাদা কুর্তা পায়জামা পড়ে বসে রয়েছে। মাথায় রয়েছে নীল পাগড়ি, পায়ে ছোট্ট জুতো। দুই গালে লেগে রয়েছে রংবেরঙের আবিরের ছোঁয়া।
আরও পড়ুন: অথৈ জলে ‘কৃষ ৪’, সিনেমা থেকে সরে দাঁড়ালেন পরিচালক-প্রযোজক
আরও পড়ুন: অবসর ঘোষণার পরেও বড়পর্দায় অমিতাভ! ‘কল্কি’ সিক্যুয়েলে থাকবেন শাশ্বতও?
সিধুর ভাই শুভদীপের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুভদীপকে ভালোবাসা জানান নেটিজেনরা। একজন লিখেছেন, ‘কী সুন্দর লাগছে।’ অন্য একজন লিখেছেন, ‘সিধু পাজি ফিরে এসেছে মনে হচ্ছে।’ অপর একজন লিখেছেন, ‘একেবারে সিধুর মতোই দেখতে লাগছে।’ চতুর্থ জন লিখেছেন, ‘কিংবদন্তিরা কখনও মারা যান না।’
তবে এই প্রথমবার নয়, সিধুর কাকা এর আগেও শুভদীপের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই ভিডিয়োয় শুভদীপকে হাসিমুখে ট্রাক্টরের চারিপাশে দাঁড়িয়ে থাকা পরিবারের বাকি সদস্যদের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ভিডিয়োটি লক্ষাধিক মানুষ দেখে শুভদীপকে ভালোবাসা জানিয়েছিলেন।