প্রয়াত পাঞ্জাবি র র্যাপার সিধু মুসেওয়ালার বাবা-মা, বলকৌর সিং এবং চরণ কৌর এই বছরের মার্চ মাসে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এবার ছোট ছেলের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই দম্পতি। আর সেখানেই দেখা গেল, একেবারে দাদার মতোই দেখতে হয়েছে সন্দীপকে।
মুসেওয়ালার ছোট ভাইয়ের ছবি
বৃহস্পতিবার সিধু মুসেওয়ালার বাবা-মা ইনস্টাগ্রামে তাদের দ্বিতীয় সন্তান শুভদীপ সিং সিধুর প্রথম ছবি শেয়ার করেছেন। তারা পাঞ্জাবি ভাষায় একটি ক্যাপশনও লিখেছিলেন, যেখানে তারা অন্য পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন: ‘বিয়ের আগেই গর্ভে সন্তান, রূপালি দেন প্রাণে মারার হুমকি’! ফের অভিযোগ সৎ মেয়ের
তাঁরা অন্য একটি পোস্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যা ছবির মাধ্যমে শুভদীপকে পরিচয় করিয়ে দেয় সকলের সঙ্গে। ক্লিপটিতে বলকৌর, চরণ এবং বেশ কয়েকটি ছবি দেখা যায়, যার পরে শুভদীপ উপস্থিত হন। বাবা-মায়ের কোলে শুয়ে-বসে আছে সে।
আরও পড়ুন: ‘জিনিস ছিল একটা’, হঠাৎই অরিত্রের কোন গুণে মুগ্ধ কুণাল! জুড়লেন, ‘নজর কাড়ার ক্ষমতা…’
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ছবিটি দেখে খুশি হয়েছেন এবং মন্তব্য বিভাগে তাদের মতামত প্রকাশ করেছেন। 'সিধু ইজ ব্যাক', লেখেন একজন কমেন্টে। আরেকজনের কমেন্টে লেখাছিল, ‘পুরো সিধু মুসেওয়লার মতোই তো দেখতে হয়েছে ছোট ভাই’।
‘কী কিউট’, লেখেন আরেকজন। অন্য আরেকটি মন্তব্যে লেখা, ‘বেবি মুসেওয়ালাকে পুরো দাদার মতোই দেখতে’। ‘ভীষণ মিষ্টি। সহজ-সরল। আমার সব প্রার্থণা এই পরিবারের জন্য’ লেখা একটি মন্তব্যও পড়েছে এই পোস্টে।
আরও পড়ুন: টাকার নেই অভাব!lতবুও গলার কোন গয়না সবচেয়ে প্রিয়, খোলসা করলেন রাজ-পত্নী শুভশ্রী
সিধু মুসেওয়ালার ছোট ভাই সম্পর্কে
এই বছর মার্চ মাসে, বালকৌর সিং এবং চরণ কৌর একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, গায়ক পঞ্জাবে নিহত হওয়ার প্রায় ২২ মাস পরে। বলকৌর সিং সেই সময় তাঁর সঙ্গে একটি ছবি এবং সিধুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটি প্রতিকৃতি শেয়ার করে নবজাতক সন্তানের জন্মের ঘোষণা করেছিলেন।
তিনি সেই সময় লেখেন, ‘শুভদীপকে ভালোবাসে এরকম লাখো এবং কোটি মানুষের আশীর্বাদে অকাল পুরাখ আমাদের শুভের ছোট ভাই উপহার দিয়েছেন। ওয়াহেগুরুর আশীর্বাদে পরিবারটি সুস্থ রয়েছে এবং আমাদের এত ভালবাসা দেওয়ার জন্য আমরা সমস্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ।’
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিধুর মা দ্বিতীয় সন্তানকে গর্ভে ধারণের জন্য ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) করিয়েছেন।
সিধু মুসেওয়ালার মৃত্যু সম্পর্কে
সিধু মুসেওয়ালাকে ২৯ মে, ২০২২ তারিখে পঞ্জাবের মানসার জওয়াহারকে গ্রামে গুলি করে হত্যা করা হয়েছিল। জানা গিয়েছে, চালকের আসনে বসে থাকা মুসেওয়ালাকে লক্ষ্য করে ৩০ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।
তার মৃত্যুর পরপরই পাঞ্জাব পুলিশ কানাডার গায়ক গোল্ডি ব্রার এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে হত্যার জন্য দায়ী করে।