ইদে (৩০ মার্চ) মুক্তি পেয়েছিল সলমনের 'সিকন্দর'। দেখতে দেখতে বক্স অফিসে ১৭ দিন কাটিয়ে ফেলেছে সুপারস্টার সলমন খানের এই ছবি। মুক্তির পর থেকে বিশেষ ঝোড়ো ব্য়াটিং করতে পারেনি সলমন খানের এই ছবি। তবু প্রথম সপ্তহে ছবির কালেকশন নেহাত খুব কম ছিল না। তবে ১৭ দিনের মাথায় এই ছবি আয় করেছে মাত্র ২৫ কোটি টাকা। এদিকে ইতিমধ্যেই বক্স অফিসে 'সিকন্দর' সলমনের সঙ্গে লড়াই জিতেতে হাজির সানি দেওলের 'জাট'। বক্স অফিসে ৬ দিন কাটিয়ে ফেলে এই ছবির আয় ৫০ কোটি পার করে ফেলেছে।
বক্স অফিসে ‘সিকান্দার’
ট্রেড ট্র্যাকিং সাইট Sacnilk.com এর-তথ্য অনুযায়ী, ১৭ দিনে সিকন্দর ঘরোয়া বক্স অফিসে মাত্র ২৫ কোটি টাকা আয় করেছে। ১৫ এপ্রিল হিন্দি ভাষা থেকে মোট ৯.৫৯% ব্যবসা করেছে এই অ্যাকশন ড্রামা ছবিটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছবিটি এখন পর্যন্ত ১০৯.৬৪ কোটি টাকা আয় করেছে। যার মধ্যে প্রথম সপ্তাহেই ছবির আয় ছিল ৯০ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে এসে ছবির আয় ক্রমাগত পড়তে শুরু করে।
বক্স অফিসে 'জাট'
ট্রেড ট্র্যাকিং সাইট Sacnilk.com এর-তথ্য অনুযায়ী, মঙ্গলবার 'জাট' ছবিটি দেশীয় বক্স অফিসে আনুমানিক ৬.০০ কোটি আয় করেছে, যতে এখনও পর্যন্ত ছবির মোট আয় দাঁড়িয়েছে ৫৩.৫০ কোটি টাকা। তবে প্রযোজকরা দাবি করেছেন এটি ৫ দিনে ৫৮.২ কোটি আয় করেছে। ১০ এপ্রিল, মুক্তির দিন ছবিটি ৯.৫ কোটি টাকা আয় করে। এরপর গত শুক্রবার ৭ কোটি টাকা আয় করেছে ছবিটি। সপ্তাহান্তে এই আয় বৃদ্ধি পায় এবং এটি শনি ও রবিবার ৯.৭৫ কোটি এবং ১৪ কোটি টাকা আয় করে। যদিও সোমবার, জাট-এর আয় ৪৮% হ্রাস পেয়ে ৭.২৫ কোটি টাকায় নেমে এসেছে। বিশ্বব্যাপী এই ছবির আয় ৬৩ কোটি টাকা অতিক্রম করে ফেলেছে। নির্মাতাদের আশা খুব শীঘ্রই ছবিটি ১০০ কোটির গণ্ডি ছাপিয়ে যাবে।
আরও পড়ুন-'বাবা-মা চেয়েছিল কোনও জাটকেই বিয়ে করি', মণিপুরী লিনকে বউমা করতে চাননি রণদীপ হুদার পরিবার
‘সিকন্দর’ সম্পর্কে
সলমন খান অভিনীত এই অ্যাকশন-থ্রিলার পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। যিনি কিনা ‘গজিনি’, ‘কাথ্থি’, ‘সরকার’ প্রভৃতি ছবির বানিয়েছিলেন। ‘সিকান্দার’ ছিল চলতি বছরের অন্যতম প্রত্যাশিত ছবি, যা ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এরপর সলমনের বড় পর্দায় ফিরে নিজস্ব ভঙ্গীতে ফিরে আসার ঘোষণা করেছিলেন। ছবিতে ভাইজান-কে তীব্রতা অ্যাকশন-প্যাকড চরিত্রে দেখা গিয়েছে। তবে, তারপরেও এটা সিনেপ্রেমীদের একাংশের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। কেউ কেউ সলমনের বড় পর্দায় ফিরে আসা নিয়ে উচ্ছ্বসিত হলেও বহু দর্শক বলেছেন এই ছবির গল্প দুর্বল ও নিষ্প্রাণ বহু দৃশ্যের কারণে তাঁরা হতাশ। সমালোচক ও দর্শকদের কাছ থেকে ছবিটি নিয়ে মিশ্র-নেতিবাচক পর্যালোচনা মিলেছে।
'জাট' সম্পর্কে
অন্যদিকে, গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে 'জাট'। এই ছবিটির পরিচালনা করেছেন গোপী চাঁদ মালিনেনি। মাইথেরি মুভি মেকার্স প্রযোজনা সংস্থার তরফে এটি প্রযোজনা করেছে। মুখ্য ভূমিকায় সানি দেওল, রণদীপ হুডা, সাইয়মি খের আছেন। তেলেগু সিনেমায় সফলতার পর পরিচালক গোপীচাঁদ মালিনেনি হিন্দি সিনেমায় অভিষেক করছেন। ছবির চিত্রনাট্যের পুরো কৃতিত্বই প্রাপ্য গোপীচাঁদের। এই ছবির প্রথমার্ধে বূেশ আকর্ষণীয়। আবার এই ছবিতে অনেক মশলা-ই আছে আঁটসাঁট গল্পে প্রকৃত অর্থেই মজার উপাদানও পয়েথে। চিত্রনাট্যটি সু-গতিসম্পন্ন, আপনাকে আকর্ষণ করে।
তবে আবার এরই মধ্যে লড়াইয়ে অংশ নিতে আগামী ১৮ এপ্রিল আসছে অক্ষয় কুমারের 'কেশরী চ্যাপ্টার ২'।