'সিকান্দর' হয়ে আসছেন সলমন। আপাতত 'ভাইজান' কাবু গোটা দেশ। চর্চা হচ্ছে রশ্মিকা-সলমন জুটি নিয়েও। ছবিতে ২৮ বছরের রশ্মিকা মান্দান্নার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ৫৯ বছরের সলমনকে। নায়ক-নায়িকার বয়সের এতটা পার্থক্য নিয়ে তাই তুমুল চর্চা হচ্ছে। এরই মাঝে সম্প্রতি সলমান খান, আমির খান এবং ‘সিকন্দর’ ছবির পরিচালক এ আর মুরুগাদোসের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে তিনজনে একসঙ্গে বসে ‘সিকন্দর’ ছবি নিয়ে আলোচনা করতে দেখা যাচ্ছে। আলোচনার সময় সলমন রশ্মিকা মন্দানার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। আমিরের সামনেই রশ্মিকার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যাচ্ছে সল্লুকে।
রশ্মিকাকে নিয়ে আমিরকে ঠিক কী বলেন সলমন?
সলমান আমিরকে বলেন যে রশ্মিকা তাঁকে তাঁর যৌবনের দিনগুলির কথা মনে করিয়ে দেয়। রশ্মিকার সম্পর্কে কথা বলতে গিয়ে বলিউডের ভাইজান বলেছেন, ‘ও একজন ভীষণই পরিশ্রমী মেয়ে। দারুণ, দারুণ, দারুণ…।’
তিনি আরও বলেন, ‘আমরা হায়দ্রাবাদে ছিলাম। আমরা সন্ধ্যে ৭টার দিকে শুটিং শুরু করেছিলাম এবং সকাল ৬টা পর্যন্ত সেটা চলেছিল। সেই সময় ও ‘পুষ্পা ২’র শুটিংও করছিল। ও তখন ‘পুষ্পা’র শুটিং করত, তারপর ফিরে এসে আমাদের সঙ্গেও শুটিং করত। অর্থাৎ, ও বিশ্রামের জন্য যতটুকু সময় পেত, ততটুকু সময় ও এক লোকেশন থেকে অন্য লোকেশনে যাওয়ার জন্য ব্যয় করত। সেটা দেখে আমার যৌবনের দিনগুলোরি কথা, কেরিয়ারের শুরুর দিকের দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছিল।’
আরও পড়ুন-আসছে সইফ আলি খান ও জয়দীপ আহলাওয়াতের ‘জুয়েল থিফ’, কবে, কোথায় মুক্তি পাচ্ছে ছবিটি?
এরপর সলমান আমিরের দিকে ঘুরে গিয়ে বলেন, ‘আমরা সবাই আসলে একসময় এমনটা করেছি। ডাবল শিফ্টে কাজ করেছি।’
প্রসঙ্গত, অতি সম্প্রতি 'সিকান্দর'-এর ট্রেলার লঞ্চে সময় যখন সলমনের কাছে তাঁর এবং রশ্মিকার বয়সের পার্থক্য ও লোকজনের করা ট্রোলিং নিয়ে প্রশ্ন করা হয়। তখন ট্রোলিং-এ কিছুটা বিরক্ত অভিনেতা বলেন, ‘ফির বো বোলতে হ্যায় কি ৩১ সাল কা ডিফারেন্স হ্যায় হিরোইন অউর মুঝ মে, আরে যব হিরোইন কো প্রবলেম নেহি হ্যায়, হিরোইন কে পাপা কো দিক্কত নেহি হ্যায়, তুমকো কিঁউ দিক্কত হ্যায় ভাই? ইনকি শাদি হোগি, বাচ্চে হোঙ্গে, তো উনকে সাথ ভি কাম করেঙ্গে। পতি কা ইজাজত ভি মিল হি যায়েগা না? (লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত। তবে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, ওঁর বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন ওর বিয়ে হবে এবং ওর মেয়ে হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। ওর স্বামীর অনুমতিও তো পেয়েই যাব)।’