আরজি কর কাণ্ড নিয়ে ক্ষোভে ফুঁসছেন মানুষ। পুজোর কটা দিন বাকি থাকলেও শপিংয়ের বদলে আন্দোলনে পথে ভিড় জমাচ্ছে জনগণ। মন নেই সিনেমা, কনসার্টে। একের পর এক শিল্পী পিছিয়ে দিচ্ছেন তাঁদের শো। এরই মধ্যে ব্যতিক্রমী হয়ে কী পোস্ট করলেন শিলাজিৎ?
আরও পড়ুন: সোমবার শুনানির পর আশাহত অপরাজিতা, ক্ষোভ উগরে উৎসবে ফেরা নিয়ে বললেন, 'দশমীর আগে বিচার না পেলে...'
কী বললেন শিলাজিৎ?
শিলাজিৎ এদিন তাঁর ভিডিয়োয় সাফ জানান সবাই যেমন কাজ করছেন নিজের নিজের, সঙ্গে প্রতিবাদ করছেন, তেমন ভাবেই শিল্পীদের কাজও তাঁরা করতে চান। শো না করলে, কাজ না করলে তাঁদের পেট, সংসার কোনওটাই চলবে না। তাই তিনি অন্যান্য শিল্পীদের মতো শো বাতিল বা পিছানোর বদলে নির্দিষ্ট দিনেই শো করার বার্তা দিলেন। একই সঙ্গে প্রশ্ন তুললেন বেশ কিছু।
এদিন ফেসবুকের পাতায় শিলাজিৎ যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তিনি লেখেন, 'আমরা গায়করা, অভিনেতারা, শিল্পীরা যদি আমরা আমাদের কাজের বিষয়ে জানাই তাহলে দেখছি খুব অসুবিধা হচ্ছে। বাধ্য হয়ে ভিডিয়ো করলাম। একটু কিছু জিনিস ক্ল্যারিফাই করার ছিল। আমাদের একটা পেশা আছে, চাষী যেমন চাষ করে, সাংবাদিকরা যেমন কাজ করে যাচ্ছে, ইঞ্জিনিয়াররা যেমন কাজ করছেন, একজন রাজনীতিবিদ যেমন কাজ করছেন, একজন চাওয়ালা , অটো চালক যেমন কাজ করছেন তেমন আমরাও আমাদের মতো কাজ করি। আমাদেরও একটা দোকান আছে গানের দোকান, বাজনার দোকান। অভিনয়ের দোকান। সে দোকানটা আমাদের চালাতে হয়। সেই দোকানটা চললে আমাদের সংসারটা চলে। আপনাদের মতোই একদম আপনাদের মতোই। আমরা কখনও কিছু নিজেদের কাজ শেয়ার করছি, তখনই তাঁকে কটাক্ষ করা হচ্ছে। ট্রোলারদের কাজই ট্রোল করা। কিন্তু আপনারা যাঁরা আমাদের ভক্ত, বোঝেন সবটা তাঁরা এবারও একটু বুঝুন। পাশে থাকুন।'
শিলাজিৎ এদিন আরও বলেন, 'আমরাও বিচার চাই। কিন্তু একই সঙ্গে আমাদেরও সংসার চালাতে হবে। আপনারা কী ছবি কবির যদি টিবি না হয়, কবি যদি খেতে না পেয়ে মারা না যায় তাহলে সে কবি নয়? আগামী ১৪ তারিখ আমাদের একটা শো আছে, ২ তারিখ থেকে পিছিয়ে ১৪ তারিখ করা হয় এই শো, কারণ তখন আমাদের কারণ মন ঠিক ছিল না। কিন্তু কাজে তো ফিরতে হবে। আমরা এই কনসার্টের জন্য মুখিয়ে আছি। আপনারা এই সময়ে যাঁরা পাশে থাকবেন খুব খুশি হব।'
যদিও শিলাজিৎ এই ভিডিয়োর শেষে জানান যাঁরা তাঁদের শোয়ের টিকিট কেটে ছিলেন তাঁরা অধিকাংশ মানুষই ১৪ তারিখ কনসার্ট দেখতে আসছেন। হাতে গোনা গুটিকয় মানুষ ছাড়া।