৯ অক্টোবর, এই দিনটিই গায়ক শিলাজিৎ-এর জীবনে বিশেষ দিন, মানে জন্মদিন। হ্য়াঁ, এবার দুর্গাপুজোয় ষষ্ঠীর দিনেই পড়েছে গায়কের জন্মদিন। খুব স্বাভাবিকভাবেই এই দিনটি অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা, আর পাঁচদিনের মতো নয়। জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছাবার্তাতেই ঘুম ভেঙেছে শিলাজিতের। তবে জন্মদিন কীভাবে কাটাচ্ছেন শিলাজিৎ?
এবিষয়ে আনন্দবাজারকে শিলাজিৎ মজুমদার জানান, তাঁর কাছে জন্মদিন আর আর পাঁচটা দিন একই। আলাদা কিছুই নয়। এদিন তাঁর সবথেকে কাছের মানুষ তাঁর মাও ছেলেকে আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ছেলের সুস্থতা কামনা করে, তাঁকে সাবধানে থাকার কথাও বলেছেন গায়কের মা।
জন্মদিন কাটানো নিয়ে শিলাজিৎ বলেন, টুকটাক অনুষ্ঠান আছে। জন্মদিনে একটা ক্যাফেতে গিয়ে আড্ডা দেবেন, গান গাইবেন, তেমনই আয়োজন হয়েছে। সেখানে তাঁরও দু-একটা গান গাওয়ার ইচ্ছা আছে বলে জানান শিলাজিৎ। আর জন্মদিন স্পেশাল খাওয়াদাওয়া?
এবিষয়ে গায়ক অবশ্য জানান, সকালটা বাড়ি থেকে খেয়ে বের হলেও বাকিটা বাইরেই খাবেন। এছাড়া মায়ের সঙ্গে দেখা করতে শিলাজিৎ তাঁর পুরনো পাড়া জোড়াবাগানেও যাবেন, তাই সেখানে যে মা ছেলেকে না খাইয়ে ছাড়বে না তা বলাই বাহুল্য। আর পুরনো পাড়ায় পুরনো পরিচিতদের সঙ্গে দেখা হবে বলেও জানান তিনি। খালি থাকবে না উপহারের ঝুলিটাও, এদিন কাছের মানুষরা যে তাঁকে কিছু না কিছু দেবেন, তা বলাই বাহুল্য।
তবে জন্মদিনে জানান, তিনি অতীতে ফিরে দেখতে ভালোবাসেন না এক্কেবারেই। তাঁর কথায়, গান আর অভিনয় করেই সবকিছু ভুলে থাকেন তিনি। শিলাজিৎ-এর কথায়, 'ভেবেছিলাম, বয়স বাড়লে শান্তি পাব। বর্তমান পরিস্থিতি দেখতে দেখতে মানুষ সম্পর্কে বিরক্তি ধরে যাচ্ছে। নিজেকে মানুষ বলে ভাবতেও! কেমন একটা ঘোরের মধ্যে যেন বেঁচে আছি। বেঁচে থাকার ঘোর।'