৪ জুন এবারের লোকসভা নির্বাচনের ফলাফল। উত্তেজনার পারদ চড়ছে। কখনও ভোটের নিরিখে এগিয়ে যাচ্ছেন দেব, কখনও আবার এগিয়ে যাচ্ছেন হিরণ। এর মধ্যেই দেবের প্রশংসায় ভাসলেন শিলাজিৎ। কী জানালেন গায়ক অভিনেতা?
দেবের প্রশংসা শিলাজিতের
এদিন শিলাজিৎ মজুমদারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে শিলাজিৎকে বলতে শোনা যায়, 'দেব তো চেষ্টা করে যাচ্ছে। স্মার্ট ছেলে। ওর মতো আরও রাজনীতিক দরকার। ও একসঙ্গে দুটোই চেষ্টা করে যাচ্ছে। সব কী সুন্দর স্পোর্টিংলি নেয়। বিরোধী দলের লোকজনকে লাভ ইউ বলছে। বুদ্ধিমান ছেলের মতো। কিন্তু বাকিরা তো গালিগালাজ করছে একে অন্যকে। আমার পক্ষে তাই সম্ভব হবে না। আমার দেবের মতো অত ক্ষমতাও নেই। তাই আমি রাজনীতি করব না।'
দেব বর্তমানে ভোটের ফলাফল নিয়ে ব্যস্ত। তবে এছাড়াও তাঁর হাতে বর্তমানে তিনটি ছবির কাজ আছে। এক দিকে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা। আরেকদিকে আছে খাদান। এবং এছাড়াও আছে অভিজিৎ সেনের ছবি। ফলে রাজনীতি এবং সিনেমা নিয়ে চরম ব্যস্ত তিনি।
আরও পড়ুন: 'দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, গর্বের মুহূর্ত...' ছেলে আদিদেবের হাত ধরে কোথায় চললেন সুদীপা?
অন্যদিকে শিলাজিৎ মজুমদারকে আগামীতে অযোগ্য ছবিতে দেখা যাবে। অযোগ্য ছবিটির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস। অভিনয়ে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তী প্রমুখ। আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে এই ছবিটি। এটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের পঞ্চাশতম ছবি। তাঁদের এই জনপ্রিয় জুটির আসন্ন ছবি অযোগ্য নিয়ে ইতিমধ্যেই দর্শক এবং তাঁদের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।