বিশাল ভরদ্বাজের ওয়েব সিরিজের হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন শিলাজিৎ মজুমদার। জানা গিয়েছে, 'খুফিয়া’ নামের নেটফ্লিক্স স্পাই সিরিজে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যে দিল্লিতে ওয়েব সিরিজের শ্যুটিং চলছে। সূত্রের খবর, ছবির শ্যুটিংয়ের জন্য দিল্লি উড়ে গেছেন শিলাজিৎ।
ছবিতে এক গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে শিলাজিৎকে। সোমবার থেকে শ্যুটিং শুরু করার কথা রয়েছে তাঁর। ছবি সম্পর্কের এখনও অবশ্য কোনও মন্তব্য করেননি অভিনেতা। তবে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি। দমদম বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'দিল্লি চলো'। সঙ্গে 'ফিলিং কুল' লেখা।
ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অবিনয় করছেন টাবু, আলি ফজল, আশিস বিদ্যার্থী। বিশাল ভরদ্বাজের এই ওয়েব সিরিজটি অমর ভূষণের 'এসকেপ টু নোহোয়ার’ স্পাই থ্রিলারের ছায়ায় তৈরি। ছবির টিজারও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এবার গায়ক শিলাজিৎকে এই ছবিতে দেখা যাবে অন্য এক ভূমিকায়।