এর আগেও সিমি গরেওয়াল মুখ খুলেছেন বচ্চন পরিবার নিয়ে। যখন নেটপাড়া দাবি করে, বচ্চনরা তাঁদের ছেলের বউয়ের উপর অত্যাচার চালায়, তখন এগিয়ে এসে প্রতিবাদ করেন তিনি। আর এবার তাঁর পোস্টে উঠে এল নতুন করে গজিয়ে ওঠা অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চন-নিমরত কৌরকে নিয়ে যে ত্রিকোণ প্রেমের সুতো বাঁধা হচ্ছে, সেটি।
সিমি তার সাম্প্রতিক পোস্টে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং নিমরত কৌরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার যে অভিযোগে বিদ্ধ হয়েছেন অভিষেক, তা নিয়ে সরব হয়েছেন।
আরও পড়ুন: অনুষার সঙ্গে প্রেমে ‘না’, জীবনের ১ম ভালবাসা স্কুলে, দাবি ঋতব্রতর, নাম কি নিলেন?
সিমি সোশ্যাল মিডিয়াতে অভিষেকের একটি পুরনো ভিডিয়ো শেয়ার করেন। যেখানে জুনিয়র বচ্চনকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনারা আমাকে পুরনো দিনের মানুষ বলতেই পারেন। আমার তা হতেও কোনো অসুবিধে নেই। আমার কোনো অসুবিধে নেই যদি আপনি দুজনকে নিয়ে মজা করতে চান। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যদি আপনি কারও সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হন, সেই প্রতিজ্ঞা যাই হোক না কেন, তা রক্ষা করা উচিত। আর না হলে প্রতিশ্রুতি করবেন না। হতে পারে আপনি কোনো মেয়ের সঙ্গে প্রেমের প্রতিশ্রুতিতে আছেন, সেই মেয়েটির প্রেমিক আপনাকে ধরে ফেলল, আপনার তা সত্ত্বেও মেয়েটির উপর অনুগত থাকা উচিত। সাধারণত ছেলেদেরকে বিশ্বাসঘাতক বলে ধরা হয়। আমি জানি না কেন! আমি এটার সঙ্গে একেবারেই একমত নই। খুব বিরক্ত লাগে এই ধারণাটা আমার’।
আরও পড়ুন: মমতা শঙ্করের সঙ্গে বিচ্ছেদের পর হেলেনাকে বিয়ে, ৪ মাসে ডিভোর্স! প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী
আর অভিষেকের এই ভিডিয়ো শেয়ার করে সিমি লিখলেন, ‘যারা অভিষেককে ব্যক্তিগতভাবে চেনেন, তাঁরা সহমত হবেন তিনি বলিউডের অন্যতম সেরা পুরুষদের মধ্যে একজন।’ যাতে ফারহা খান, যিনি হ্যাপি নিউ ইয়ারে জুনিয়র বচ্চনের সঙ্গে কাজ করেছেন, তিনি মন্তব্য করেন, ‘সত্যি ও খুব ভালো মানুষ’।
আরও পড়ুন: বন্ধ হওয়ার খবর, এদিকে জি বাংলার এই মেগাই বেঙ্গল টপার! ফুলকি, গীতা, কথা-রা কত নম্বরে
এর থেকে বুঝতে কারও সমস্যা হয় না, সিমির ইঙ্গিত ছিল অভিষেক বচ্চনের সঙ্গে যেভাবে নিমরত কৌরের নাম জড়িয়েছে তাঁর দিকে। একসঙ্গে দশভি-তে কাজ করার পর থেকে, নিমরত আর অভিষেক ডেট করছেন বলে দাবি একাংশের। এখানেই শেষ নয়, এমনটাও ছড়িয়েছে যে অভিষেকের এই বিবাহবহির্ভূত প্রেমের কারণেই নাকি, সম্পর্ক ভেঙে দিয়েছেন ঐশ্বর্য।