বাংলা নিউজ > বায়োস্কোপ > 'দিদির প্রশংসক ছিলাম, আছি, থাকব', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অনীক ধর

'দিদির প্রশংসক ছিলাম, আছি, থাকব', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অনীক ধর

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনীক (সৌজন্যে-ইনস্টাগ্রাম)

‘দিদিমণি’র প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল অনীককে। তাই ইনস্টাগ্রামে বার্তা শেয়ার করে জানালেন দিদি তাঁর অনুপ্রেরণা। 

বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন গায়ক অনীক ধর। সোশ্যাল মিডিয়ায় নিজের শুভেচ্ছাবার্তা পোস্ট করার পর নেটিজেনদের সমালোচনার শিকার হতে হয় তাঁকে। এবার ইনস্টাগ্রামে নিজের সেই পোস্টের সমর্থনে কলম ধরলেন অনীক। এক দীর্ঘ বার্তায় লিখে ফেললেন নিজের মনের কথা। জানালেন, তাঁদের মতো তরুণদের কাছে দিদি অনুপ্রেরণা। 

২ মে ফলাফল ঘোষণার পর অনীক নেট মাধ্যমে লিখেছিলেন, ‘এই ঐতিহাসিক জয়, বাংলার সংস্কৃতির জয়। বাংলার মহিলাদের জয়। বাংলার মা মাটি মানুষের জয়। সারা পৃথিবী সাক্ষী হয়ে রইলো বাংলার সম্মান রক্ষার এই লড়াইয়ের। দিদিমণি ও সকল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জয় বাংলা।’

তারপর থেকে অনেকেই সমালোচনা করেছেন অনীকের। তাই ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বার্তা শেয়ার করে আত্মপক্ষ সমর্থন করলেন এই গায়ক। অনীক লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানানোয় যাঁরা আমার সোশ্যাল মিডিয়ায় আহেতুক বাজে মন্তব্য করে চলেছেন, তাঁদের বলতে চাই, আমি দিদির প্রশংসক ছিলাম, আছি আর থাকব। আমাদের প্রজন্ম দেখেছে, কীভাবে তিনি বাংলা ও বাংলার সুরক্ষা নিয়ে চিন্তিত থাকেন। যেভাবে তিনি বাংলার উন্নয়ন, সংস্কৃতির ওপর জোর দেন তাতে আমি ওঁর ওপর গর্বিত। দিদিই আমাদের তরুণদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

অনীক জানিয়েছেন ভবিষ্যতে যদি তিনি রাজনীতিতে আসেন তাহলে তা শুধুমাত্র দিদির জন্যই। অনীক লিখেছেন, ‘বিশ্বাস করুন আমার ক্ষমতা বা পদের ওপর কোনও লোভ নেই… আমার ভক্তরা ও আমার পরিবার আমায় অনেক ভালোবাসা উপহার দিয়েছে। আমার আর নতুন করে কিছু চাওয়ার নেই। এখন যদি সমাজকে কিছু ফিরিয়ে দিতে পারি তার থেকে ভালো কিছুই হবে না।’

বন্ধ করুন