এবার কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন গায়ক অনীক ধর। খাবার তুলে দেবেন করোনা রোগীর মুখে। এখন চারিদিকের যা অবস্থা করোনা থাবা বসাচ্ছে গোটা বাড়িতে। কিংবা একা বাড়িতে থাকার কারণে খাবার সমস্যা দেখা দিচ্ছে রোগীর। তাঁদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন তিনি। বুধবার থেকে AEMPL এবং ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সহায়তায় করোনা আক্রান্তের বাড়িতে দুপুর এবং রাতের পুষ্টিকর খাবার পাঠিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে, এবং একেবারেই বিনামূল্যে।
জানা গিয়েছে, একদম প্রথমে ১৫ জন করোনা রোগীর মুখে খাবার তুলে দেব আমরা। আপাতত দক্ষিণ কলকাতার মানুষদেরকেই এই পরিষেবা দেওয়া হবে। গড়িয়া থেকে পার্ক সার্কাস ও টলিগঞ্জ থেকে ভবানীপুর। ২৪ ঘণ্টা আগে যোগাযোগ করতে হবে রোগীকে। দিতে হবে করোনা পজিটিভ রিপোর্ট ও আধার কার্ড। রয়েছে একটি হেল্পলাইন নম্বর ৯৩৩০৩৬৬৫৪০। অনীকের এই উদ্যোগের নাম ‘বন্ধু আছি’। সাফল্য পেলে উদ্যোগ আরও বাড়ানোর লক্ষ্য নিয়েছেন তিনি।
‘বন্ধু আছি’র পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনীক লিখেছেন, ‘এই খারাপ সময়ে আমি একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি। ১৫ জন কোভিড রোগীকে দু' বেলা স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়া হবে। স্টার্ন মেট্রোপলিটন ক্লাব ও AEMPL-কে অনেক ধন্যবাদ আমার এই উদ্যোগে পাশে থাকার জন্য। আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা চাই তাঁদের জন্য কিছু করতে, যাঁদের এটা খুব দরকার। এই পরিষেবা পেতে ফোন করুন ৯৩৩০৩ ৬৬৫৪০ নম্বরে, অন্তত ২৪ ঘণ্টা আগে। আপনার কোভিড রিপোর্ট হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই কোভিড আক্রান্তদের খাবার পাঠাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সাংসদ-তারকা দেব। দেবের রেস্তরাঁ ‘টলি টেলস’ মঙ্গলবার থেকে ৫০ জনকে খাবার পৌঁছে দেওয়া শুরু করেছে। সেই উদ্যোগে নতুন সংযোজন অনীক।