বলি-গায়ক আরমান মালিকের মতে অনেকেরই ধারণা ভারতীয় গায়করা যখন ইংরেজিতে গান তখন নাকি মনে হয় ভীষণ কষ্ট করে গানটি গাইতে হচ্ছে তাঁদের। ২০২০ সালে নিজের প্রথম ইংরেজি গান 'কন্ট্রোল' গেয়েছিলেন তিনি। চলতি মাসেই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিঙ্গল 'ইউ'। এছাড়াও ইংরেজিতে 'হাও মেনি' এবং 'ইকো' নামের আরও দু'টি গান গেয়েছেন তিনি। বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাতকারে আরমান জানালেন কীভাবে স্রেফ ইংরেজিতে গান গাওয়ার জন্য নেটপাড়ার এক অংশ থেকে তাঁকে কটাক্ষ শুনতে হয়েছে অনবরত।
বলি-গায়কের কথায়, 'আমার ইউটিউবে ভিডিয়োতে অজস্র এরকম কমেন্ট এসেছে যেখানে লেখা 'ইংরেজিতে গান করিস না। হিন্দিতেই চালিয়ে যা, কারণ তুই শুধু ওটাই ভালো গাইতে প্যারিস।' তবে এতে মোটেই ভেঙে পড়েননি আরমান। তিনি জানিয়েছেন যখনই গড়পড়তা কোনও বিষয় থেকে বেরিয়ে কেউ নতুন কিছু করে কিংবা করার চেষ্টা করে তখন তাঁকে একদল মানুষ ছোট করার চেষ্টা করে। অপমানিত করার চেষ্টা করে। তা কেন করে তারা এরকম? আরমানের জবাব, 'ওরা সেগুলো করতে পারছে না বলেই।'
এই বলি-গায়কের স্বপ্ন আন্তর্জাতিক স্তরের এক শিল্পী হয়ে ওঠার। আরমান আরও বলেন যে এমন কিছু মানুষ সবসময় থাকবে যারা তাঁকে বলবে 'জাস্টিন বিবার হওয়ার চেষ্টা করিস না' কিংবা 'ইংরেজিতেই গান করিস না'। 'আমি কারও মতোই হওয়ার চেষ্টা করছি না। আসলে নয়া কিছু করার চেষ্টা করলে অনেকেরই সেই ব্যাপারটিকে কেন্দ্র করে ভুল ধারণা জন্মায়। তা সেটা হওয়াও মন্দ নয়। বিপক্ষ না থাকলে মজা কী। তবে দিনের শেষে এই ক্ষেত্রে অনেককে ভুল প্রমাণ করতে পারাটাও মন্দ নয়।'