টলিপাড়ায় একের পর এক বিয়ের হিড়িক! শুভদিনে শুভকাজটা সেরে ফেলেলন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। বাংলা গানের জগতের পরিচিত নাম দেবলীনা। পাশাপাশি সমাজমাধ্যম প্রভাবী হিসাবেও যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। ইউটিউবে তাঁর গানের চ্যানেলের ফলোয়ার কয়েক লাখ। ফেসবুকে তাঁর অনুরাগীর সংখ্যা লক্ষাধিক।
১০ই ডিসেম্বর, মঙ্গলবার সাতপাকে বাঁধা পড়লেন দেবলীনা। পাইলট পাত্রের গলায় মালা দিলেন গায়িকা। গায়িকার বরের নাম প্রবাহ নন্দী। এয়ারইন্ডিয়ার এয়ারক্র্যাফ্ট পাইলট হিসাবে কাজ করেন তিনি। দেবলীনার বিয়ের আসর ছিল জমজমাট। গত কয়েক মাস ধরেই বিয়ের প্রস্তুতির ঝলক সোশ্যালে ভাগ করে নিয়েছেন দেবলীনা। বিয়ের মাত্র চার দিন আগে কিডনি স্টোন নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। তবে বিয়ের আসরে আনন্দ আর বিষাদের সুর একসঙ্গে বাজল তাঁর গলায়।
দু-দিন আগে হলদি (গায়ে হলুদ নয়) পর্ব সেরেছিলেন দেবলীনা-প্রবাহ। বিয়ের দিন সকাল থেকে অধিবাস, বৃদ্ধির পর্ব সেরে বাঙালি নিয়ম মেনে হয় গায়ে হলুদ। এরপর বিয়ের সাজে প্রস্তুত দেবলীনা। বিয়ের দিন টুকটুকে লাল শা়ড়িতে দেখা মিলল বউয়ের। সঙ্গে গা-ভরা সোনার গয়না। সঙ্গে ম্যাচিং লাল পাঞ্জবি আর লাল পেড়ে সাদা ধুতিতে দেখা মিলল দেবলীনার বরের।
আরও পড়ুন-‘আমাকে ছেড়ে বিয়েতে বসে পড়েছো….’, কিরণের নামে নালিশ প্রেমিকার, গোপনে বিয়ে সারল বং গাই?
দেবলীনার বিয়েতে পৌঁছেছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। দেখা মিলল অনন্যা-সুকান্ত, অলকানন্দা, সায়করা। বিয়ের নানান মুহূর্ত ফেসবুকে তুলে ধরেছেন দেবলীনার ভ্লগর বন্ধুরা। বিয়ের দিন মণ্ডপেও ইউনিক স্টাইলে এন্ট্রি নেন কনে। সায়কের স্কুটি চেপে মণ্ডপে ঢুকলেন দেবলীনা। গায়িকার বিয়ে বলে কথা, তাই বিয়ের আসর তো গান ছাড়া অসম্পূর্ণ। প্রবাহর নামের সিঁদুরে সীমন্তিনী হয়েই গান ধরলেন দেবলীনা।
মাইক হাতে হেমন্ত মুখোপাধ্যয়ের এভারগ্রিন গান ‘অলিরও কথা শুনে…’ গাইলেন দেবলীনা। চোখে চোখ, বউয়ের গান শুনে স্তব্ধ প্রবাহ। সুকান্ত সেই ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘বউয়ের গলায় এমন গান, বরের কত্ত সৌভাগ্য’।
বিয়ের সব মুহূর্ত অনুগামীদের সঙ্গে ভাগ করে নেবেন কথা দিয়েছেন গায়িকা। বিয়ের আসরে দেবলীনার বন্ধুরাও লাইভ গান গাইল। রাহুল দত্ত গাইলেন তেরি দিওয়ানি, পারফর্ম করলেন বাকিরাও। সব মিলিয়ে নাচে-গানে জমজমাট ছিল বিয়ের আসর।