বাংলা নিউজ > বায়োস্কোপ > Durnibar-Mohor: ‘দম আটকে আসছিল, ওরা গলা চেপে ধরে, মোহরের উপরও…’, ভরদুপুরে কলকাতায় আক্রান্ত দুর্নিবার-মোহর

Durnibar-Mohor: ‘দম আটকে আসছিল, ওরা গলা চেপে ধরে, মোহরের উপরও…’, ভরদুপুরে কলকাতায় আক্রান্ত দুর্নিবার-মোহর

দুর্নিবার-মোহর

আক্রান্ত হয়ে হতাশ দুর্নিবার লেখেন, ‘আমার শহরের মানুষগুলো এরকম ছিল না…’

ভর দুপুরে কলকাতার রাস্তায় চরম বিপদে গায়ক দুর্নিবার সাহা ও তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেন ওরফে মোহর। ঐন্দ্রিলার আরও এক পরিচয় তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক। জানা যাচ্ছে, রাস্তাতেই দুর্নিবার-মোহরের উপর চড়াও হয় একদল লোকজন। দুর্নিবারের গলা চেপে ধরে তাঁরা। ঠিক কী ঘটেছে সেবিষয়টি নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন গায়ক দুর্নিবার সাহা।

কী বলেছেন দুর্নিবার?

নিজেই ফেসবুকের পাতায় একটা ভিডিয়ো পোস্ট করেন গায়ক দুর্নিবার সাহা। তাঁকে সেখানে বলে শোনা যায়, ‘আমি দুর্নিবার, আমার সঙ্গে আছে মোহর। আমাদের সঙ্গে ঠিক এক ঘণ্টা আগে (যখন ঙিডিয়োটা করা হয়েছিল, তখন থেকে ১ ঘণ্টা আগে) ৯৯ নম্বর ওয়ার্ড, নেতাজীনগর থানার মধ্যে পড়ে একটা জায়গা। নাকতলার ভিতরে একটা রাস্তায় মোড়ে খুব খারাপ একটা ঘটনা ঘটে। আমরা আমাদের সারমেয়কে নিয়ে গ্রুমিং সেন্টারে যাচ্ছিল। যেহেতু একটা সময়ের বিষয় ছিল। ওরা রাস্তায় কাজ করছিল। দুপুর বেলা ৩টের সময়। অথচ কোথাও কোনও স্টপ সাইন নেই। রোড ব্লকেজ নেই। এটা কনট্রাক্টরের দায়িত্ব। যদিও তিনি এখানে ছিলেন না। আমরা ৫-৬বার হর্ন দেওয়ার পড়ে গাড়ির কাচ নামিয়ে বলি, এটা দুপুরবেলা, রাস্তা ঠিক করার সময় নয়। সরে যান গাড়িটা যেতে দিন। তখনই তাঁরা তেড়ে আসেন।’

এরপর?

দুর্নিবার আরও বলেন, ‘আমি তখন ওদের সঙ্গে কথা বলার জন্য গাড়ি থেকে নামতে বাধ্য হই। আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমার গলা চেপে ধরে (গলার দাগ দেখিয়ে)। আমার গলায় ভীষণ ব্যাথা, এখনও ঢোঁক গিলতে পারছি না। আমার হাতেও দাগ দেখতে পাবেন। নিজে বাঁচতে আমিও হামলাকারীদের একজনের গলা ধরি। তখন ওঁরা ৩-৪জন মিলে টেনে হিঁচড়ে রাস্তার উল্টোদিকে নিয়ে যান। মোহর তখনও নামেনি, ও বেগতিক দেখে নামে। ও যখন নামে তখনও আমার একজন গলা চেপে ধরে আছে, হাত ধরে আছে। যাতে আমার নিশ্বাস বন্ধ হয়ে যায়।

এরপর মোহরকে সেখান থেকে আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে ও সাহসের সঙ্গে বলে, যদি পারেন তো আমার গায়ে হাত দিয়ে দেখান। আমি ওর প্রতি কৃতজ্ঞ। ওকে ধন্যবাদ জানাই। তবে এরপরে ঘটনাস্থলে থাকা একজন মহিলা মোহরকে ধাক্কা দেয়। মোহরের তাতে হাতে ব্যাথা লাগে। তখন রাস্তায় লোকজন জড়ো হয়ে যায়। তখন ভর দুপুরবেলা। ওরা একটা ডাল নিয়ে আমার উপর তেড়ে আসে। তাতে হাতের চামড়া উঠে গেছে। হয়ত শারীরিকভাবে খুব বেশি ক্ষতি হয়নি। তবে মানসিকভাবে বিধ্বস্ত। আমি সকলকে অনুরোধ করব, যাঁদের চোখে মুখে অশিক্ষার ছাপ আছে, তাঁদের থেকে দূরে থাকবেন।' সব শেষে দুর্নিবার জানান, যাঁরা রাস্তায় কাজ করছিলেন, তাঁরা কিন্তু কোনও মিস্ত্রী নন, স্থানীয় বাসিন্দা।

দুর্নিবারের কথা শেষ হতেই মোহর বলেন, ‘এত কিছুর পরে বলব, কিছু ভালো মানুষ হয়ত আছে। ওই যে ভদ্রলোক, আমাকে দেখে কাঁদতে শুরু করেছিলেন। বলেন, মা তুমি গাড়িতে গিয়ে বসো, চতুর্দিকে যা হচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে, তুমি প্লিজ গাড়িতে বসো। তবে হ্য়াঁ, আমরা সত্যিই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কলকাতা, কলকাতার বাইরে সব জায়গায় হয়ত। আমিও এখনও বিষয়টা থেকে বের হতে পারছি না।ভর দুপুর বেলা! কী বলব লোককে কেউ কখনও বাইরে বের হবেন না!’

তবে সবশেষে দুর্নিবার জানান, তাঁরা এই মুহূর্তে সুরক্ষিত। এদিকে ঘটনার বিষয়ে পোস্ট করেছেন সঙ্গীতপরিচালক অমিত চক্রবর্তী। তিনি লেখেন, ‘আমাদের বন্ধু গায়ক দুর্নিবার সাহা এবং তাঁর স্ত্রী মোহর কে তিনজন আক্রমণ করে, গলা টিপে ধরে। আমরা নেতাজী নগর থানায় এসেছি, দুর্নিবার এর মেডিক্যাল হচ্ছে, বাঘাযতীন হাসপাতাল এ, আমাদের শহর টার কী হয়েছে?’

 

বায়োস্কোপ খবর

Latest News

বালোচিস্তানের নেই ঠিক, 'কাশ্মীর বুলি' পাকিস্তানের গলায়, জোর 'ধমক' ভারতের বিবাহ বহির্ভূত সম্পর্ক স্ত্রীর, রেগে মেয়েকে খুন করে জলঙ্গি নদীতে ফেলে দিল বাবা কোচবিহারে ৬ বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ, দোলের দিন তুলকালাম কাণ্ড আগামী ৮০ দিন শুক্রর দেবগুরুর গৃহে অবস্থান ভাগ্য বদলাবে, ৪ রাশি দেখবে লাভের মুখ সেলিম খানের পা ছুঁয়ে প্রণাম করলেন রণবীর , নেটপাড়ার প্রশ্ন, ‘সলমনের রাগ ভাঙবে?' মিনি বিশ্বকাপ জয়ের পরে অপ্রত্যাশিত মোড়, ইংল্যান্ড সফরেও ভারতের ক্যাপ্টেন রোহিত! দিনহাটার বাজারে ভয়ঙ্কর আগুন, পুড়ে ছাই ১৮টি দোকান, সাহায্যের আশ্বাস উদয়নের বরোদায় মহিলাকে পিষে 'নিকিতা' বলে চেঁচায় সেই চালক, কে এই 'নিকিতা'? মেধাবী ভারতীয় ডক্টরেট ছাত্রীর ভিসা বাতিল USA-র, কে এই রঞ্জনি শ্রীনিবাসন? দিনমজুরের কাছে এল কয়েক লক্ষ টাকা জিএসটি মেটানোর নোটিশ!‌ উড়ে গেল ঘুম

IPL 2025 News in Bangla

IPL 2025 শুরুর আগে দেখে নিন CSK-র সম্পূর্ণ স্কোয়াড, সূচি ও সম্ভাব্য প্রথম একাদশ IPL ফ্র্যাঞ্চাইজিগুলি বিশেষ শর্তে এক ম্যাচের জন্যও পরিবর্ত নিতে পারবে- রিপোর্ট দ্রাবিড়ের একটা কথাই বদলে দিল সঞ্জুর কেরিয়ার! অজানা গল্প শোনালেন RR ক্যাপ্টেন রিঙ্কু থেকে পন্ত, দ্রাবিড় থেকে নেহরা, ল্যাঙ্গার- রঙের উৎসবে রঙিন হল IPL দলগুলো ধোনির ফাঁদে পা দিয়েই ফেঁসে গিয়েছিলেন বেঙ্কটেশ! আজও ভুলতে পারেননি KKR তারকা 2008 IPL-এর মরশুম থেকেই এই টুর্নামেন্ট খেলতে চলেছেন নয় তারকা, জানেন তাঁরা কারা? ভারতীয়রা শুধু IPL-এ খেলেন! CT-তে ভারত বেশি সুবিধা পেয়েছে বলে কাঁদলেন না স্টার্ক IPL 2025 শুরুর আগেই কপাল পুড়ল MI-এর, শুরু থেকে পাওয়া যাবে না বুমরাহকে CT 2025 জয়ের পরে কোহলির ‘নিউ লুক’! IPL 2025 শুরুর আগে নতুন স্টাইলে বিরাট IPL 2025-এ প্লেয়ার পরিবর্তনের নিয়ম কী? ফ্র্যাঞ্চাইজিকে ‘বিশেষ ছাড়’ দিয়েছে BCCI

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.