অনেকেই বলেন জগন্নাথের ডাক এলে নাকি পুরীতে যেতেই হয়। তবে বহু বাঙালিই আছেন, যাঁরা বারবার পুরী যান জগন্নাথ দর্শনে। ঠিক যেমনটা গায়িকা ইমন চক্রবর্তী। জগন্নাথের টানে ফের পুরী ছুটলেন ইমন।
হ্যাঁ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি গায়িকা ইমন চক্রবর্তী পুরীতে। সেখান থেকেই বেশকিছু ছবি পোস্ট করেছেন ইমন। যার প্রথমটিতে পুরীর সৈকতে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ইমনকে। সেসময় সৈকতে আছড়ে পড়ছে একের পর এক ঢেউ। দ্বিতীয়টিতে পুরীর জগন্নাথ মন্দিরের মেইন গেটের সামনে দেখা যাচ্ছে ইমনকে। তাঁর কপালে লাগানো পুজোর সিঁদুর। তৃতীয় ছবিটিও পুরীর সৈকত থেকে তোলা। আর চতুর্থটিতে দেখা যাচ্ছে মন্দিরের চূড়ায় লাগানো সেই পতাকার ছবি।
ছবিগুলি পোস্ট করে আবেগতাড়িত ইমন ক্যাপশানে লিখেছেন, ‘জীবনে সব শান্তি আমার এখানেই। পুরী... আমি শুধু তোমার…. হে জগন্নাথ আপনি ছাড়া আমি কিছুই না! আমাকে আশীর্বাদ করুন, আমাদের আশীর্বাদ করুন। জয় জগন্নাথ মহাপ্রভু’।
আরও পড়ুন-ঠিক যেন ছোটবেলার মতো! ছোট নাইটি পরে মেয়ে কিয়ার সঙ্গেই বৃষ্টিতে হাপুস ভিজলেন কনীনিকা
ইমনের কথাতেই স্পষ্ট তিনি জগন্নাথ মহাপ্রভূুর ভক্ত। তবে এবার ইমন একা পুরী গিয়েছেন, নাকি তাঁর সঙ্গে স্বামী নীলাঞ্জন কিংবা আরও কেউ গিয়েছেন, সেবিষয়টি স্পষ্ট নয়। তবে এর আগেও জগন্নাথের টানে একাধিক বার পুরী ছুটে গিয়েছেন ইমন। ২০২১-এ বিয়ের পর স্বামী নীলাঞ্জনের সঙ্গে সময় কাটাতে সর্বপ্রথম পুরীতেই ছুটে গিয়েছিলেন গায়িকা। এরপর গতবছরও (২০২৩) অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, ডিজাইনার অভিষেক রায় সহ আরও বেশ কয়েকজনের সঙ্গে পুরীতে গিয়েছিলেন ইমন। তারও মাঝে আরও কয়েকবার গায়িকার পুরী ঘোরা হয়ে গিয়েছে।
এমনকি পুরী থেকে জগন্নাথ এনে নিজের বাড়িতে প্রতিষ্ঠাও করেছেন ইমন চক্রবর্তী। প্রত্যেক বছরই রথের দিন ঘটা করে সেই জগন্নাথের পুজো করেন ইমন। গতবছরও সেই পুজো হয়েছে, এবারও তা হবে।
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রেই খুব শীঘ্রই জি বাংলার সারেগামাপা-র বিচারকের আসনে দেখা যাবে ইমন চক্রবর্তীকে। পাশপাশি বহু বাংলা ছবিতে প্লে-ব্যাক করতেও শোনা যাচ্ছে গায়িকাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ইমনের ‘বাবা তোর দরবারে সব পাগলের খেলা’ মিউজিক অ্যালবামটি।