বাংলা নিউজ > বায়োস্কোপ > 'গান গাই, গান বেচে খাই! শুনতে খারাপ লাগলেও, এটাই সত্যি', বিস্ফোরক লোপামুদ্রা

'গান গাই, গান বেচে খাই! শুনতে খারাপ লাগলেও, এটাই সত্যি', বিস্ফোরক লোপামুদ্রা

লোপামুদ্র মিত্র (ফাইল ছবি)

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও কটাক্ষর বিরুদ্ধে মুখ খুললেন সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র।

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র। এবার ফেসবুক পোস্টে নিজের মনের কথা উগড়ে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও কটাক্ষর বিরুদ্ধে ফের একবার মুখ খুলতে দেখা গেল এই সংগীত শিল্পীকে। প্রতিবাদে সবর হতে দেখা গেল তাঁকে।

ফেসবুকের লম্বা পোস্টে লোপামুদ্রা লেখেন, ‘আমার কিছু কথা আছে। গান গাই, গান বেচে খাই। শুনতে খারাপ লাগলেও, এটাই সত্যি। আমাদের দিনযাপনে কোন স্বপ্ন নেই। শুধু ঈশ্বরের বিশেষ কৃপায় আপনি আমাকে চেনেন, নামে জানেন, ছবিতে চেনেন, কণ্ঠস্বর চেনেন। আমরা মানুষ, আপনারই মতো। পাখি নই। পাখি নিজে নিজেই গান গায়। পোকামাকড়, দানা খেয়ে, তারপর গান গেয়ে বেড়ায়।আমাদের কিন্তু গান শিখে, চর্চা করে, কপালে শিকে ছিঁড়লে তবেই গান গাওয়াকে পেশা করা যায়। আমাদের খাবার যোগাড়ের জন্যই গান গাইতে হয়। সঙ্গে ১০/১২ টা পরিবার , তারা কেউ যন্ত্র বাজায়, কেউ মাইক বাজায়, কেউবা আলো করে। কিন্তু তারাও খায়, আপনার মতোই। কিন্তু তারাও খায়, আপনার মতোই। আমাদেরও মন আছে। আমাদেরও শখ আছে’।

তিনি আরো লেখেন, ‘আমাদেরও মন আছে। আমাদেরও শখ আছে। আমাদেরও সংগ্রাম আছে। হ্যাঁ, এটাও সত্যি, ঈশ্বর সকলকে দেন না। কি করবো, বলুন?? যা পেয়েছি, তা ঈশ্বরের দান। আজ সোশ্যাল মাধ্যমে আমি, আপনি, আমরা সবাই এক খোপে। কেউ ইস্কুলে পড়াই, কেউ চাষ করি, কেউ মুদির দোকান চালাই, কেউ বড় কাছারিতে চাকরি করি, কেউ ছোট কাছারিতে, তার মধ্যেই কেউ ঈশ্বরের একটু বেশি পক্ষপাত দোষে গান গাই আবার কেউ ভিক্ষাও করি। নাম যশ কেনা যায় না। ওটা ঈশ্বরের দোষ। উনি দিয়েছেন বা দেন নি। আপনি ওপরের আলো দেখছেন, যেটা ঈশ্বর প্রদত্ত । আলোর ভিতরের মানুষ আর আপনি এক রক্ত মাংসের মানুষ। তাই আঘাত করলে দুবার ভাবুন।একটু ভাবুন’।

তাঁর কথায়, 'আলোর ভিতরের মানুষ আর আপনি এক রক্ত মাংসের মানুষ । তাই আঘাত করলে দুবার ভাবুন।একটু ভাবুন। আরও অনেক কথা বলার আছে। অনেক কথা। যতো আঘাত পাবো, ততো বলতে পারবো, আমাদের কথা। অতিমানব টাইপ, আমাদের কথা।'

প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত অনেক দিন আগে থেকেই। নেটমাধ্যমে নিজের বুটিক নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন এই গায়িকা। সংগীতশিল্পী হয়ে বুটিক চালানোর জন্য তাঁকে কটাক্ষ করেন নেটিজেনরা। 'শাড়ি বিক্রি করেন' বলেও অনেকে কটাক্ষ করেন তাঁকে। আবার নেটিজেনের অনেকেরই মন্তব্য লোপামুদ্রা এখন তো গান করেননা। তাই সমস্ত প্রশ্নের জবাব নিজেই দিতে দেখা গেল তাঁকে। দীর্ঘ পোস্টে কটাক্ষের উত্তর দিয়েছেন। মঞ্চে সোজাসাপ্টা কথা বলার অভ্যাসটাই নাকি খানিক ঝালিয়ে নিয়েছেন নেটমাধ্যমে।

 

বায়োস্কোপ খবর

Latest News

একই T20 ম্যাচে ৪ বোলারের 'হাফ-সেঞ্চুরি', লজ্জার বিশ্বরেকর্ড RCB-র স্বরাষ্ট্র মন্ত্রকে লাগল আগুন, পুড়ল নথি ও কম্পিউটারও, তখন অফিসে ছিলেন না শাহ এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন ‘শারীরিক সম্পর্কের সুখ’ আগেই ছেড়েছেন! বৈশাখীর দাবি, ‘শোভনই আমায় সভ্য করেছে…’ অসম-মেঘালয়ের ৫টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল, জিততে পারবে মমতার দল? একাধিক নেতাকে ধমক দিলেন অভিষেক, কোন্দল মিটিয়ে শুভেন্দু গড়ের আসন জেতার নির্দেশ রাম নবমীতে শ্রী রামকে নিবেদন করুন এই বিশেষ ৫ রকমের ভোগ, পূর্ণ হবে সব মনস্কামনা একদা বামমনস্ক থেকে যাদবপুরের তৃণমূল প্রার্থী,সায়নী বললেন ‘লাল কাপড়টা এখন শুধু…' SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? বর্ষায় স্বাভাবিকের বেশি বৃষ্টি, তার আগে বৈশাখে ভাজাভাজা হবে বাংলা: IMD

Latest IPL News

এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের ১০৮ মিটারের বিশাল ছক্কা কার্তিকের, চোখ কপালে তুললেন কামিন্স, হল রেকর্ডও- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.