আইএএস অফিসার রোহিণী সিন্ধুরি ও তাঁর স্বামী সুধীর রেড্ডি এবং শ্যালক মধুসূদন রেড্ডির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনলেন গায়ক লাকি আলি। বেঙ্গালুরুর কাছে তাঁর জমি দখলের অভিযোগে কর্ণাটক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন গায়ক। লাকি আলির অভিযোগ, সরকারি ওই আমলা অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে জমি দখল করেছেন।
গায়ক লাকি আলি এবং প্রবীণ আইএএস অফিসারের মধ্যে জমি সংক্রান্ত মামলাটি দীর্ঘদিনের। কয়েক বছর আগে লাকি আলি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছিলেন, যে স্থানীয় পুলিশ IAS অফিসারকে সমর্থন করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে পদক্ষেপ করার জন্য অনুরোধ করেছিলেন তিনি। এরপর লাকি আলি আরও দাবি করেন, 'জমি মাফিয়ারা' অবৈধভাবে জমি দখলের ষড়যন্ত্র করেছেন। লাকি আলির সেই সম্পত্তিটি ইয়েলাহাঙ্কার কাঞ্চনহাল্লি এলাকায় অবস্থিত বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-ঐন্দ্রিলার স্মৃতি বুকে নিয়েই কাজে ফিরেছিলেন, এবার অটুট সব্যসাচী-পায়েল জুটি
প্রসঙ্গত অভিযুক্ত রোহিনী সিন্ধুরি এর আগে আরেক আইপিএস অফিসার ডি রূপার সঙ্গে প্রকাশ্য বচসার জন্য খবরে উঠে এসেছিলেন। কর্ণাটক সরকার এই দুই আধিকারিককে গুরুতর অভিযোগে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনার ঠিক একদিন পরই এক রাইট টু ইনফরমেশন অ্যাক্টিভিস্ট ডি রূপার বিরুদ্ধে রোহিণী সিন্ধুরির ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ আনেন।
এরপর রূপা সেসময় নিজের ফেসবুক পোস্টে রূপা সিন্ধুরির বিরুদ্ধে দুর্নীতি-সহ ২০টি অভিযোগের কথা তুলে ধরেন। রূপা বলেন, সিন্ধুরি প্রাক্তন মন্ত্রী সা রা মহেশের বিরুদ্ধে অভিযোগ তুললেও তা প্রমাণ করতে পারেননি।