বাংলা নিউজ > বায়োস্কোপ > ভরা মঞ্চে গুলিবিদ্ধ গায়িকা,মাইক হাতে লুটিয়ে পড়েন মাটিতে! ধুন্ধুমার কাণ্ড বিহারে

ভরা মঞ্চে গুলিবিদ্ধ গায়িকা,মাইক হাতে লুটিয়ে পড়েন মাটিতে! ধুন্ধুমার কাণ্ড বিহারে

গুলিবিদ্ধ নিশা উপাধ্যায় 

Singer Nisha Upadhyay: উপনয়নের অনুষ্ঠানে গান গাইতে পৌঁছেছিলেন ভোজপুরী গায়িকা, সেখানেই মঞ্চে লুটিয়ে পড়েন গাইতে গিয়ে। গুলির আঘাতে রক্তাক্ত গায়িকা। 

আনন্দের মাঝেই কান্নার রোল! লাইভ অনুষ্ঠানে গান গাইতে গিয়ে গুলিবিদ্ধ গায়িকা নিশা উপধ্যায়। এই চাঞ্চল্যকর ঘটনা বিহারের সরন জেলার। উপনয়ণ উপলক্ষ্য়ে আয়োজিত এক ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছিলেন ভোজপুরি গায়িকা নিশা, আচমকাই গুলি এসে লাগে তাঁর শরীরে। মাটিতে লুটিয়ে পড়েন গায়িকা, যার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। 

নিশার বাঁ পা-এ গুলি লাগে বলে খবর হাসপাতাল সূত্রে। এই মুহূর্তে পাটনার ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন নিশা, তাঁর পরিস্থিতি স্থিতিশীল। বুলেট বার করা হয়েছে গায়িকার শরীর থেকে, ট্রমার মধ্যে রয়েছেন ভোজপুরী গায়িকা। প্রত্যক্ষদর্শীদের কথায়, নিশার গান শুনে উত্তেজিত হয়ে পড়ে সেলিব্রেশনের মুডে থাকা অতিথিরা। কিছু মানুষ এরপর আকাশের দিকে বন্দুক উঁচিয়ে গুলি চালাতে শুরু করে। বিহার-উত্তরপ্রদেশে ঘরোয়া অনুষ্ঠানে ওপেন ফায়ার নতুন ঘটনা নয়, গুলি চালানোর সময় একটি গুলি এসে লাগে নিশার শরীরে। ততক্ষণাৎ মঞ্চে লুটিয়ে পড়েন গায়িকা। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জ্ঞান হারিয়েছিলেন নিশা। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন নিশা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিশার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গায়িকার পরস্থিতি নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। 

জনতা বাজার পুলিশ স্টেশনের এক আধিকারিক জানান, ‘এই ঘটনার ব্যাপারে আমারা জেনেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। আমরা গোটা বিষয়টা খতিয়ে দেখছি। কীভাবে গুলি চলল, এবং সেই গুলি চালানোর পিছনে কারা রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’ কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়। 

সরন জেলার গৌর বসন্ত গ্রামেরই মেয়ে নিশা। এখন যদিও পাটনার বাসিন্দা সঙ্গীতশিল্পী। প্লে-ব্যাক গান গাওয়ার পাশাপাশি স্টেজ পারফরমার হিসাবেও পরিচিত নিশা। সেলিব্রেশনের মাঝে ওপেন ফায়ার করলে ব্যবহারকারীর বন্দুকে লাইলেন্স বাতিল করা হবে এমন কথাও জানিয়েছে বিহার সরকার। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতিতে কোনওরকম বদল আসেননি।

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.