বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupankar Bagchi: ‘২০১৩র আগে হলে তুমি এতক্ষণে অনেকবার ফোন করে ফেলেছো, আর আমি খুব বিরক্ত হয়ে…’ মাকে নিয়ে আবেগঘন রূপঙ্কর

Rupankar Bagchi: ‘২০১৩র আগে হলে তুমি এতক্ষণে অনেকবার ফোন করে ফেলেছো, আর আমি খুব বিরক্ত হয়ে…’ মাকে নিয়ে আবেগঘন রূপঙ্কর

মাকে নিয়ে আবেগঘন রূপঙ্কর বাগচী

 ‘এখন আমি বাড়ি ফিরছি শো করে। Lunch হয়নি। খুব খিদে পেয়েছে। ২০১৩ এর আগে হলে তুমি এতক্ষণে অনেকবার ফোন করে ফেলেছো। খেয়েছি কিনা জানতে চাইছো। আমি খুব বিরক্ত হয়ে বারবার বলছি, কেন এতবার কল করো বলতো মা! আর বিরক্ত হই না,কারণ তুমি আর ফোন করোনা।’

মা ও সন্তান, এই সম্পর্ক এবং বন্ধনের সঙ্গে আর কোনও কিছুরই হয়ত তুলনা চলে না। একজন মায়ের কাছে সন্তানই তাঁর জীবন, আবার সন্তানদের কাছেও মা জীবনের অনেকটা জুড়ে থাকেন। আর এই আবেগটা সন্তানরা মায়ের উপস্থিতিতে না অনুভব করতে পারলেও অনুপস্থিতিতে বেশ বুঝতে পারেন। এই যেমনটা ঘটল গায়ক রূপঙ্কর বাগচীর সঙ্গে।

১১ অগস্ট, রবিবার ছিল রূপঙ্কর বাগচীর মা সুমিত্রা বাগচীর জন্মদিন। তবে তিনি আর বেঁচে নেই। ১১ বছর আগেই মাকে হারিয়েছিলেন রূপঙ্কর। তাই তাঁর স্মৃতিই এখন সম্বল। সোশ্যাল মিডিয়ার পাতায় তাই মাকে নিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়লেন রূপঙ্কর। মা সুমিত্রার সঙ্গে নিজের ছোটবেলার ছবি শেয়ার করে আবেগঘন রূপঙ্কর লেখেন, ‘এখন আমি বাড়ি ফিরছি শো করে। Lunch হয়নি। খুব খিদে পেয়েছে। ২০১৩ এর আগে হলে তুমি এতক্ষণে অনেকবার ফোন করে ফেলেছো। খেয়েছি কিনা জানতে চাইছো। আমি খুব বিরক্ত হয়ে বারবার বলছি, কেন এতবার কল করো বলতো মা! আর বিরক্ত হই না,কারণ তুমি আর ফোন করোনা।’

আরও পড়ুন-‘বিগ বসের ঘরে যেতে আমিও কালোজাদু’র সাহায্য নিই, মানুষকে বাঁদর বানিয়ে…’, একী বলছেন কুমার শানু পুত্র!

সব শেষে গায়ক মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন মা'।

এদিকে মাকে নিয়ে আবেগতাড়িত রূপঙ্কর বলেন, তাঁর মাকে নিয়ে অজস্র স্মৃতি ভেসে আসছে। তাঁর মননে মায়ের অনেক প্রভাব রয়েছে। যেমন গল্পের বইয়ের নেশা থেকে রবীন্দ্রনাথের প্রতি টান, এসবই তিনি তাঁর মায়ের থেকে পেয়েছেন। বনেদী-অভিজাত পরিবারের সন্তান ছিলেন তাঁর মা। সুমিত্রা বাগচীর মধ্যে তাই ছিল শিক্ষা-সংস্কৃতির সহাবস্থান। সঙ্গে তাঁর মধ্যে ছিল প্রতিবাদী সত্ত্বাও। অন্যদিকে রূপঙ্করের বাবা ছিলেন খুবই সাধারণ পরিবারের ছেলে। তাই তাঁকে যখন তাঁর মা জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়ছিলেন, তাঁর দাদু এবং মায়ের পরিবার ভীষণই অসন্তুষ্ট ছিলেন। এমনকি বিয়ের একমাস পরেও তাঁর মায়ের সঙ্গে কথা বলেননি তাঁর দাদু, কারণ তিনি আঘাত পেয়েছিলে মেয়ের সিদ্ধান্তে। তবে তাতে রূপঙ্করের মা সুমিত্রা বাগচী দমে যাননি।

বায়োস্কোপ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.