বাংলা নিউজ > বায়োস্কোপ > Shovan-Swastika: স্বস্তিকার সঙ্গে সম্পর্কে ভাঙন নিয়ে চর্চা, আচমকাই শোভনের মুখে ‘প্রাক্তনকে ক্ষমা' করার কথা

Shovan-Swastika: স্বস্তিকার সঙ্গে সম্পর্কে ভাঙন নিয়ে চর্চা, আচমকাই শোভনের মুখে ‘প্রাক্তনকে ক্ষমা' করার কথা

শোভন-স্বস্তিকার সম্পর্কে ভাঙনের সুর

Swastika-Shovan: ‘প্রাক্তনকে অনেকবার ক্ষমা করেছো…’, ভাঙনের সুর বাজতেই বার্তা শোভনের, গায়কের নিশানায় কোন ‘প্রাক্তন’?

শোভনের জীবনের সাদা-কালো ক্যানভাসে রঙতুলির টান দিয়েছিলেন স্বস্তিকা। ইমন চক্রবর্তীর সঙ্গে প্রেম ভাঙার পর অভিনেত্রী স্বস্তিকা দত্তের প্রেমে পড়েন গায়ক। প্রায় তিন বছর ধরে দু’জনের প্রেমের রঙিন ঝলক দেখেছে অনুরাগীরা। প্রেম নিয়ে কোনওদিনই রাখঢাক রাখেননি দুজনে। কিন্তু আচমকাই ছন্দপতন। চলতি বছরের গোড়ার দিকে প্রেমবার্ষিকী পালন করেছিলেন দুজনে। তারপর থেকে সেভাবে একসঙ্গে ধরা দেননি তাঁরা। ধীরে ধীরে গুঞ্জন দানা বাঁধে আর একসঙ্গে নেই শোভন-স্বস্তিকা।

শোভনের জন্মদিনে স্বস্তিকার সোশ্যাল মিডিয়ার দেওয়াল ছিল শোভন-হীন। বুঝতে অসুবিধা হয়নি দূরত্ব তৈরি হয়েছে দুজনের। তবে সেই দূরত্ব সাময়িক না চিরকালের? তা নিয়েই প্রশ্ন, যদিও সেই ব্যাপারে সরাসির উত্তর দেননি দুজনেই। চর্চার বানভাসি ‘প্রাক্তন’-এর সঙ্গে শোভনের ঘনিষ্ঠতার জেরেই নাকি ভেঙেছে স্বস্তিকা-শোভনের ভালোবাসার সম্পর্ক। এর মাঝেই সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিতপূর্ণ পোস্ট শোভনের।

একটি একটি উদ্ধৃতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন শোভন। ‘বাঁধনে বাঁধিব’ গায়ক লেখেন, ‘প্রাক্তনকে অনেকবার ক্ষমা করেছো সেইমতো এবার নিজেকেও ক্ষমা করে দাও'। প্রাক্তন হিসাবে এখানে কার কথা উল্লেখ করলেন শোভন? কোনও ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করেই কি এহেন পোস্ট?

<p>শোভনের ইনস্টাগ্রাম স্টোরি</p>

শোভনের ইনস্টাগ্রাম স্টোরি

স্বস্তিকার সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে শোভনের বক্তব্য,'যার যা ইচ্ছা হচ্ছে লিখছে। আমি এটাকে এন্টারটেন করব না। কেন তৃতীয় কাউকে আমাদের বিষয়ে এভাবে টেনে আনব?' অন্যদিকে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন ‘এটা আমাদের ব্যক্তিগত বিষয়। এখানে কোনও তৃতীয়, চতর্থ, পঞ্চম ব্যক্তি নেই। আমরা একসঙ্গে আছি কি নেই, তা নিয়ে এখনই কিছু বলতে চাই না।’ 

একটা সময় বয়সে ছোট বড় ইমনের সঙ্গে মাখোমাখো সম্পর্কে ছিলেন শোভন। তবে সেইসব এখন অতীত। ব্রেকআপের পর নীলাঞ্জনের সঙ্গে সংসার পেতেছেন ইমন। এখন তাঁর সুখী সংসার। স্বস্তিকা-শোভনের বিচ্ছেদের কারণ হিসাবে তাঁর নাম নিয়ে টানাটানি করায় ভারী বিরক্ত গায়িকা। এই রটনায় বেশ বিচলিত তিনি। এই প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে ইমন জানিয়েছেন, ‘শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক’। ‘তুমি যাকে ভালোবাসো’ খ্যাত গায়িকার সংযোজন, ‘যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।’

শোভন-স্বস্তিকার সম্পর্কের সমীকরণ ভবিষ্যতে কোনদিকে গড়ায় সেটাই দেখার। 

বন্ধ করুন