ফের পর্দায় জুটি বাঁধছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও সংগীত শিল্পী শিলাজিৎ মজুমদার। ‘১২ সেকেন্ডস’ (12 Seconds) নামের শর্ট ফিল্মে জুটি বেঁধেছেন দুই তারকা। অংশুমান বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ইরোটিক থ্রিলারে পর্দায় ফুটে উঠবে জুটির রহস্যমাখা প্রেমের উষ্ণতা। স্বামী শিলাজিৎ মজুমদার থাকা সত্ত্বেও পর্দায় পরকীয়ায় জড়িয়ে পড়েছেন শ্রীলেখা মিত্র।
স্বল্প দৈর্ঘ্যের ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রীলেখা ও শিলাজিৎ। পরিচালকের কথায়, এই ছবি দর্শককে এমন এক দুনিয়ায় নিয়ে যাবে যেখানে বাস্তব আর স্বপ্ন মিলে মিশে যায়। ১২ সেকেন্ডের মধ্যেই শিলাজিৎ জানতে পারেন তাঁর স্ত্রী সৃজিতার অন্য সম্পর্কের কথা। ছেলে কোকেনে আসক্ত। মেয়ে বয়সে অনেক বড় এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত। সব প্রশ্নের উত্তর দেবে ‘১২ সেকেন্ডস’।
কালই ছবির মিউজিক ট্রেলার লঞ্চ। ইতিমধ্যে পোস্টারের প্রথম ঝলক প্রকাশ্যে এনেছেন গায়ক। ছবিতে এই গানে গলা দিয়েছেন শিলাজিৎ। লিরিক্স লিখেছেন সৌকত ঘোষ। মিউজিকের দায়িত্বে রুদ্র সরকার। দেখুন ছবির পোস্টার-
ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আগেই শিলাজিৎ জানিয়েছেন, ‘ছবিতে কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। চিত্রনাট্য বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তাই রাজি হয়ে গেলাম। সব সময়ই আমি নতুন ধরনের চরিত্রে অভিনয়ের চেষ্টা করে এসেছি। এখানেও তার কোনও ব্যতিক্রম হয়নি। অভিনয়ের পাশাপাশি ছবিতে একটি বাংলা র্যাপ গানও গেয়েছি আমি। গানটি লিখেছে সৈকত এবং মিউজিক দিয়েছে রুদ্র।’
ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এনাক্ষী চৌধুরী এবং অরূপ দেব। গল্প ও মূল ভাবনা অংশুমান বন্দ্যোপাধ্যায়ের। চিত্রনাট্য লিখেছেন সুপর্ণা ঘোষ মিত্র। ক্যামেরায় রয়েছেন সুমনজিৎ রায়, এডিটে অরিজিৎ বোস। স্থির চিত্র ও পোস্টার ডিজাইন সুরশ্রী শীল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রুদ্র সরকারের।
সীমা ক্ষেত্রী উপস্থাপিত Quantum & Shades প্রোডাকশনের এই ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে OTT প্ল্যাটফর্মে। ২৩ ও ২৪ জুলাই ছবিটির স্পেশ্যাল স্ট্রিমিং-এর ব্যবস্থা করেছে shorted.in।