নাম তাঁর শিলাজিৎ। হ্যাঁ, গায়ক শিলাজিৎ মজুমদারের কথাই বলছিলাম। এই নামটা শুনলেই অনেকের যে দুটো কথা চট করে মনে পড়ে যায়, যেটা হল ‘জয় গুরু, এনজয় গুরু’। প্রায়ই নানান শো, অনুষ্ঠানের মঞ্চে এই কথাটা বলতে শোনা যায় শিলাজিৎকে।
তবে হ্যাঁ, ভুল তো কিছু বলেন না! এই কথাটাই তাঁর সঙ্গে যায় বটে। গান হোক কিংবা অভিনয়, কিংবা অন্যকোনও কিছু, যেটাই করেন, সেটাকেই পুরোদমে এনজয় করেন গায়ক। এই যেমনটা গীতিকার, গানের লেখক ঋদ্ধি বড়ুয়ার করা চ্যালেঞ্জটা এনজয় করেই গ্রহণ করলেন শিলাজিৎ। কী কী এমন চ্যালঞ্জ করেছিলেন ঋদ্ধি?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধি শরীরচর্চার একটা ভিডিয়ো পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে মাথা নিচে আর পা উপরে করে গোটা দেহটি শূন্যে ভাসিয়ে দিতে দেখা যায়। ‘পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়’, এই ক্যাপশানে ভিডিয়োটি পোস্ট করে শিলাজিৎকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ঋদ্ধি। গায়কও চ্যালেঞ্জ গ্রহণ করে সেটা করে দেখান। সেই ভিডিয়ো পোস্ট কর ক্যাপশানে লেখেন, ‘এই নে ব্যাটা Riddhi Barua , হতে পারে তোর double বয়স ..বেশি রেলা করিস না..এখনও দু ঘণ্টা স্টেজ e থাকি..তবে জিম টিম করি না। অত ভালো চেহারার পয়সা এই বাংলা ইন্ডাস্ট্রি দেবে না..তাই আর বেশি খাটিনা, খাটলে অনেকের ফাটতো..’।
শিলাজিৎ-এর এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। শিলাজিৎ-এর পোস্টে কমেন্ট করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘তুই ফাটাফাটি তো!!! এই বিষয়ে আমি সত্যি অযোগ্য।’ প্রসঙ্গত, সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'অযোগ্য' ছবিতে অভিনয় করেছেন শিলাজিৎ। সেই ছবিতে ঋতুপর্ণার স্বামী রক্তিমের ভূমিকায় দেখি গিয়েছে শিলাজিৎ-কে। আপাতত এই ছবি নিয়ে চর্চা চলছে। আবার শিলাজিৎ-এর পোস্টে সমীধ মুখোপাধ্যায় লিখেছেন, ‘শিলাজিৎ দা ফাটিইইইইইইই গুরু…এই না হলে রকস্টার! আপনি যেভাবে আছেন তার জন্য আপনাকে ভালোবাসি…. আমাদের কোনদিন বয়শ হবে না....’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে। তাঁদের অনেকের কমেন্টেরই উত্তর দিয়েছেন শিলাজিৎ। কেউ আবার মজা করে শিলাজিৎ-এর এই আসনকে শিলাসন-এর তকমা দিয়েছেন।