আলটপকা মন্তব্য করে হামেশাই সংবাদ শিরোনামে থাকতে ভালোবাসেন সোনা মহাপাত্র। বলিউডের অন্যতম ঠোঁটকাটা ব্যক্তিত্ব ‘বেদরদি রাজা’ গায়িকা। সদ্য বিতর্কে জড়ানো অভিনেত্রী সোনালি কুলকার্নির ক্ষমা চাওয়ার একটি প্রতিবেদন শেয়ার করে টুইটারে নিজের মতামত রাখেন সোনা।
সম্প্রতি এক আলোচনা সভায় লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধের কথা বলতে গিয়ে অভিনেত্রী সোনালি কুলকার্নি বলে বসেন, ‘প্রচুর ভারতীয় মহিলা অলস… তাঁরা পয়সাওয়ালা স্বামী খোঁজেন’। এর জেরে সোশ্যাল মিডিয়ায় তুলোধনা করা হয় অভিনেত্রীকে। কটাক্ষের হাত থেকে বাঁচতে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নেন সোনালি। সেই প্রসঙ্গ টেনে নারীবাদী গায়িকা সোনা মহাপাত্র লেখেন, ‘অনেক মহিলাদের সঙ্গে আলোচনা করলাম, অনেকেই সোনালির মন্তব্যে বিব্রতবোধ করেছেন, ওই কথায় পিতৃতন্ত্রের ছাপ স্পষ্ট…. তবে সোনালিকে বাহবা জানাচ্ছি আমাদের ভাবাবেগে আঘাত দেওয়ার কথা স্বীকার করার জন্য। আমি কোনও পুরুষকে চিনি না যে এটা করার সাহস দেখায়। যারা প্রতিনিয়ত মেয়েদের আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে’।
সম্প্রতি সোনালিকে বলতে শোনা গিয়েছে, 'ভারতে এমন অনেক মহিলা আছেন যাঁরা এমন প্রেমিক বা স্বামী চান যাঁদের কাছে ভালো চাকরি আছে, বাড়ি আছে, যাঁর মাইনে বাড়বেই বাড়বে, প্রমোশন হবে। কিন্তু সেই মহিলাদের এই সাহস থাকে না যে এমন পুরুষকে যখন সে বিয়ে করবে তখন সে নিজে কী করবে এই প্রশ্ন করার।' এই ভিডিয়ো ভাইরাল হতেই সোনালির উপর রেগে কাঁই সকলে।
এরপর টুইটারে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নেন সোনালি। তিনি লেখেন, ‘একজন মহিলা হয়ে অন্য মহিলাদের অনুভূতিকে আমি আঘাত করতে চাইনি। বরং বহুবার মহিলাদের সমর্থনে কথা বলেছি আমি।’ ‘দিল চাহতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী আরও লেখেন, ‘আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, যাঁরা ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে যোগাযোগ করে নিজেদের মতামত ব্যক্ত করেছেন, আপনাদের প্রশংসা-সমালোচনা দুটোই গ্রহণ করেছি। আশা করি, আগামী দিনেও আমরা আরও বেশি করে নিজেদের ভাবনা একে অপরের সঙ্গে শেয়ার করে নিতে পারব।’
আরও পড়ুন- 'অনেক ভারতীয় মহিলা মোটা মাইনের স্বামী চান', বিস্ফোরক সোনালি কুলকার্নি
সবশেষে সোনালির সংযোজন, ‘আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তা হলে সে জন্য আমি মন থেকে ক্ষমাপ্রার্থী। সংবাদ শিরোনামে আসাটা আমার উদ্দেশ্য নয়…. এই ঘটনা থেকে অনেক শিক্ষা নিয়েছি।’ হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী এবং মরাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সোনালি। ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’, ‘দিল চাহতা হ্যায়’, ‘মিশন কাশ্মীর’-এর মতো ছবিতে অভিনয়ের সুবাদে নতুন শতাব্দীর শুরুতে আলোচনায় উঠে এসেছিলেন সোনালি। মরাঠি ছবি ‘তিছা শহর হোনা’তে শেষবার দেখা গিয়েছে অভিনেত্রীকে, বলিউডে তাঁর শেষ ছবি ছিল ‘ভারত’।