বাংলা নিউজ > বায়োস্কোপ > হাতে কাজ নেই, সব সঞ্চয় ছবি বানাতে খরচ করেছেন, মুখ খুললেন সোনা মহাপাত্র

হাতে কাজ নেই, সব সঞ্চয় ছবি বানাতে খরচ করেছেন, মুখ খুললেন সোনা মহাপাত্র

সোনা মহাপাত্র

মহামারীকালে কেমন দিন কাটছে সোনা মহাপাত্রর? জানালেন গায়িকা।

করোনাই যে কাঁটা। কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। সেই তালিকায় রয়েছেন গায়িকা সোনা মহাপাত্র। তিনি নিজেই স্বীকার করেছেন সেকথা। করোনায় কর্মহীন গায়িকা। আয়ের কোনো উপায় নেই, 'শাট আপ সোনা’র ডকুমেন্টারি ছবি তৈরিতে তাঁর সমস্ত সঞ্চয় ব্যয় করেছেন বলে জানিয়েছেন তিনি।

টুইটে নিজের একটি নিজস্বী শেয়ার করেন তিনি। পাশাপাশি ক্যাপশনে জানান, ‘ব্যথা অনিবার্য, দুর্ভোগ যেমন তেমন…নিজেকে খুশি রাখার চেষ্টা ইচ্ছে মতো। আমার ছবি #শাটআপসোনা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরছে এবং ফিল্ম ফেস্টিভ্যালে জিতছে, আমার সমস্ত সঞ্চয় এই ফিল্ম বানাতে চলে গেছে, মহামারী আমার কোনো আয়ের উপায় রাখেনি আমাদের চলা থামিয়ে দিয়েছিল'।

দীপ্তি গুপ্ত পরিচালিত ডকুমেন্টারি ফিল্ম ‘শাট আপ সোনা’। সোনা মহাপাত্রর জীবনের কিছু অজানা গল্প উঠে এসেছে এই ডকুমেন্টারি ফিল্মে। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি পুরস্কারের জন্য মনোনীত হয়। আপাতত কর্মহীন হয়ে দিন কাটাচ্ছেন গায়িকা।

 

বন্ধ করুন