ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এআর রহমান। সদ্য বিয়ে ভেঙেছে অস্কারজয়ী সুরকারের। পরকীয়াতেও নাম জড়ায় তাঁর। যদিও সেই বিতর্কে পরিবারকে পাশে পেয়েছেন তারকা। এবার এ আর রহমানের সঙ্গে পেশাদার সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোনু নিগম। আরও পড়ুন-বনির সঙ্গে আর কখনও ছবি করবেন না ঋত্বিকা! ‘বরবাদ’ নায়কের সঙ্গে প্রেম নিয়েও এল জবাব
ব্যক্তিগত সম্পর্ককে কখনই কাজের মাঝে আসতে দেন না সুরকার, জানান সোনু। তাঁর কথায়, রহমান পুরোদস্তুর একজন পেশাদার মানুষ। সোনু প্রথম রহমানের সঙ্গে কাজ করেছিলেন দৌড় ছবির জন্য। সে প্রায় বছর ২৮ আগের কথা। সেই রেকর্ডিং-এর স্মৃতি হাতড়ে গায়ক বলেন, নিজের মতো করেই সোনুকে গান রেকর্ড করতে দিয়েছিলেন রহমান। নিজের পছন্দ চাপিয়ে দেননি, বা আসেনি কোনও নির্দেশ।
O2 ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনু বলেন, ‘রহমান সম্পর্ক বানান না। বা সম্পর্ক তৈরিতেও কোনওরকম আগ্রহও দেখান না। সবার সঙ্গে খুব কম কথাবার্তা বলেন। আমার অন্তত তেমনই অভিজ্ঞতা। হয়ত নিজের ছোটবেলার বন্ধুদের সঙ্গে তিনি মেলামেশা করেন, যাঁরা ওঁকে রহমান নয় বরং দিলীপ হিসাবে চেনে। স্পষ্ট কথায়, রহমান একেবারেই মিশুক নন। শুধু কাজটাই বোঝেন’।
সোনু আরও বলেন, ‘উনি কারুর নামে কূটকচালি করেন না। সেটা ওঁনার খামতি নয়। উনি এমনই মানুষ। উনি নিজেও চান না ওঁর ব্যক্তিগত বিষয়ে কেউ কিছু জানুক। সারাক্ষণ নিজের মতো থাকেন। বলতে পারেন মানুষটা খুবই অদ্ভূত।’
সোনুর কথায়, রহমান কারুর সঙ্গে খারাপ আচরণ করেন না। কাউকে কষ্ট দেন না। কারুর সম্পর্কে দু-চারটে বাজে কথাও বলেন না। সোনুর কথায়, ‘উনি নিশ্চিতভাবেই নিজের পরিবারের ঘনিষ্ঠ। তবে বাকিদের নয়। উনি কাউকে নিজের কাছে ঘেঁষতে দেন না’।
সম্প্রতি বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য রহমানের সঙ্গে কাজের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। অভিজিৎ ‘দিল হি দিল মে' ছবির জন্য রহমানের সুরে ‘নাজনিন শুনো না’ গানটি গেয়েছিলেন। সুরকার রহমানকে কটাক্ষ করে অভিজিৎ বলেছেন, ‘রাতবিরেতে উদ্ভট সময়ে কাজ করাটা সবসময় শিল্পের দোহাই বলে চালানো যায় না। মেনে নেওয়াও যায় না’। অভিজিৎ-এর আরও অভিযোগ রহমানের প্রধান সহকারী সেদিন রেকর্ডিং করেছিলেন, রহমান নিজে উপস্থিত ছিলেন না। অস্কারজয়ী সুরকারের সঙ্গে তাই তাঁর কাজের অভিজ্ঞতা মোটেই সুরেলা নয়।