শেষবেলা-তেও শহরে হলুদ ট্যাক্সির দৌরাত্ম্য কমছে না! কলকাতার ঐতিহ্য বলা হয় হলুদ ট্যাক্সিকে। কিন্তু নিত্যযাত্রীরাই জানেন শহরের বুকে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে এই হলুদ ট্যাক্সি চালকদের কতটা ‘দেমাগ’ সইতে হয় তাঁদের। ১৫ বছরের বেশি পুরোনো হলুদ ট্যাক্সিগুলোকে গ্রীন ট্রাইবুনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাস থেকেই। সেই নিয়ে বিতর্কের শেষ নেই। তার মাঝেই নিজের শহরেই ট্যাক্সি চালকের হাতে হেনস্থার শিকার হলেন ভূমি ব্যান্ড খ্যাত সৌমিত্র রায়। আরও পড়ুন-‘ভাইঝি’র বিয়েতে একফ্রেমে পরম-জবা! কে আপন কে পর জুটি-কে দেখে নস্টালজিক ফ্যানেরা
সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সৌমিত্র রায়। সঙ্গীতশিল্পী জানান, গত মঙ্গলবার (৩রা ডিসেম্বর) বড়বাজারের ত্রিপল পট্টির কাছে এক হলুদ ট্যাক্সির চালক তাঁকে হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেন। ফেসবুকে তিনি লেখেন, ‘এক অবাঙলি ট্যাক্সি চালক আমাকে হুমকি দিয়ে হলুদ ট্যাক্সি থেকে নামিয়ে দেয় বড়বাজারের ত্রিপল পট্টি-তে। ব্রাবোন রোডে। সঙ্গে অকথ্য গালিগালাজ। যদিও অন-ডিউটি ট্রাফিক পুলিশ অফিসার ওই ড্রাইভারকে নির্দেশ দিয়েছিলেন আমায় যাদবপুর পৌঁছে দেওয়ার জন্য।’
তিনি আরও জানান, বেশ খানিক্ষণ ধরে বাকবিতণ্ডার পর গাড়ি থেকে নেমে ওই চালকের নামে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ অফিসারকে অভিযোগ জানান গায়ক। তিনি লেখেন, ‘কিন্তু আমি চমকে গেলাম যখন ওই অফিসার আমাকে জানালো আমার গাড়ি থেকে নামা উচিত হয়নি, বরং রাস্তায় অন্য কোনও অফিসারকে অভিযোগ জানানো উচিত ছিল। সে বলল, আমি কী করতে পারি?’
গোটা ঘটনায় হতভম্ব গায়ক। তিনি এইসময়কে জানান, 'আমি জিজ্ঞেস করেছিলাম, কেন কী সমস্যা? তুমি আমায় গাড়িতে তুলে এ ভাবে নামিয়ে দিচ্ছ কেন? সমানে বলে গেল, না আমি যাব না। আবার কখনও বলছে যা করার করে নিন। আমি অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে তুমি ভুল করছো। আমি তোমায় পয়সা তো দেব। কিছুতেই শুনতে নারাজ। অ্যাগ্রেসিভ ছিল ভীষণ।’
যদিও এই ঘটনার জন্য শহরের সমস্ত ট্যাক্সি চালকদের দোষ দিতে না-রাজ সৌমিত্র। কারণ বহু সুখকর অভিজ্ঞতাও মিশে রয়েছে জীবনের যাত্রাপথে। তবে ওই অবাঙালি চালকের ব্যবহারে মন খারাপ তাঁর। ওইদিন ট্যাক্সি চালক নামিয়ে দেওয়ার পর E1 বাসে চেপে বাড়ি ফেলেন সৌমিত্রবাবু। তাঁর কথায়, বাসে চড়তেও স্বচ্ছন্দ তিনি।