বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইতিমধ্যে সেখানে মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভারতীয়দের সতর্ক করেছে বিদেশমন্ত্রক। আপাতত ভারতীয়দের বাংলাদেশে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে যে সব ভারতীয় নাগরিক রয়েছেন, তাঁদের খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে না বের হন তা-ও বলা হয়েছে। সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে এই সময়ই বাংলাদেশে যাওয়ার কথা ছিল অদিতি মুন্সির। বাংলার বিখ্যাত গায়িকা, তৃণমূলের বিধায়ক অদতির তিনটি অনুষ্ঠান করার কথা ছিল সেপ্টেম্বর মাসে। এই অবস্থায় কিছুটা বাধ্য হয়েই সেগুলি বাতিল করেছেন তিনি। দুঃখপ্রকাশও করেছেন তা নিয়ে। জানিয়েছেন গোটা ঘটনায় মন খারাপ তাঁর।
আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ! ছাত্রদের শুভেচ্ছা জানালেন শাকিব খান, কোন কাজ করতে করলেন বারণ
অতীতেও বাংলাদেশে একাধিকবার অনুষ্ঠান করতে গিয়েছেন অদিতি। সেই দেশের মানুষের আতিথেয়তা মনে রাখার মতোই বলে জানালেন। তিনিও তাই চাইছেন, জলদি সব মিটে যাক। শান্ত হোক গোটা বাংলাদেশ।
বর্তমানে হাসিনা পদত্যাগ করার পর, অন্তর্বতী সরকার গঠন হওয়া পর্যন্ত দেশ সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অশান্তির আঁচ যাতে সীমান্তে না পড়ে তার জন্য ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে কড়া পাহাড়ায় বিএসএফ। বিভিন্ন জায়গায় সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৷ চেন্নাই থেকে ঢাকাগামী একটি বিমান অবতরণ করেছে কলকাতায়।
আরও পড়ুন: মঙ্গলবার সেটে ফিরলেন রাহুল! অনির্বাণ এলেও, দেখা গেল না প্রসেনজিৎকে, কেন?
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যসভায়। তাঁকে বলতে শোনা যায়, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হল, সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, মন্দির এবং তাদের ব্যবসা, হামলা চালানো হয়। একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে বলে খবর। এখনও বাংলাদেশে প্রায় ১৯ হাজার ভারতীয়রা রয়েছে। এর মধ্যে ৯ হাজার পড়ুয়া আছে। তাদের অধিকাংশকে আমরা ভারতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।’
আপাতত মুজিব-কন্যা আশ্রয় নিয়েছেন ভারতবর্ষেই। খবর, হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করেছে ব্রিটেন। তিনি ও বোন রেহানা রয়েছেন একসঙ্গে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোথায় যাবেন, তার দিকেই নজর সকলের।