এবারের দীপাবলীর বড় চমক ‘সিংহম এগেইন’।প্রায় গোটা বলিউড আছে এই ছবিতে বলা যায়। অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, অর্জুন কাপুর-সহ অন্যান্যরা আছেন এই ছবিতে। এর আগে সিংহম দর্শক মহলে তোলপাড় ফেলেছিল। আর এবার ‘সিংহম এগেইন; কতোটা সাড়া ফেলবে সেটাই দেখার অপেক্ষায় সকলে।এর মধ্যেই মুক্তি পেল ছবির প্রথম গান পেল 'জয় বজরংবলী'।
আরও পড়ুন: (বিজয় ভার্মাকে নিয়ে নতুন ছবি রাজকুমার হিরানির? ইঙ্গিত দিয়ে বললেন, 'ও একজন…')
সিংহম এগেইন প্রথম গান
হনুমান চালিশা থেকে অনুপ্রাণিত এই ট্র্যাকটি অজয় দেবগন , রণবীর সিং এবং টাইগার শ্রফের চরিত্রগুলির মধ্যে গভীর বন্ধনের আভাস দেয়। অর্থাত্ এটি ভগবান রাম, হনুমান এবং লক্ষ্মণ দ্বারা অনুপ্রাণিত। গানটিতে, রণবীর সিংয়ের সিম্বা হনুমানের চরিত্রটি তুলে ধরেছেন।গানটিতে দেখা যায় তিনি গুন্ডাদের সঙ্গে লড়াই করছেন।
তাঁকে অজয় দেবগনের কাছ থেকে আলিঙ্গন ও আশীর্বাদ নিতে দেখা যায়। তাঁর চরিত্রের নাম বাজিরাও সিংঘম, যা ভগবান রামের দ্বারা অনুপ্রাণিত। এসিপি সত্য (লক্ষ্মণ দ্বারা অনুপ্রাণিত চরিত্র) চরিত্রে টাইগার শ্রফ, অজয় এবং অবনীর (করিনা)পাশে থাকেন।
জয় বজরংবলী সম্পর্কে
জয় বজরঙ্গবলীতে শ্রীকৃষ্ণ, করিমুল্লাহ, অরুণ কাউন্দিনিয়া, চৈতু সৎসঙ্গী, শ্রী সাই চরণ, সুধাংশু, রিতেশ জি রাও, সাত্ত্বিক জি রাও, প্রুধ্বী চন্দ্র, লক্ষ্মী নাইডু, অদ্বিতীয়া, শ্রুতি রঞ্জনা, সাঁথী রঞ্জানি,চাগান্তি, মানেশা পান্দ্রাঙ্কি, শ্রুথিকা, লক্ষ্মী মেঘনা, নাদপ্রিয়া, এবং বাগদেবী সহ একাধিক গায়ক গলা মিলিয়েছেন। স্বানন্দ কিরকিরের কথায় এটি কম্পোজ করেছেন থামন এস।
আরও পড়ুন: (‘জগাখিচুড়ি বানিয়ে দেবে…’ দিদি রিদ্ধিমাকে হঠাত্ এমন কেন বললেন রণবীর?)
জয় বজরংবলী গানে ভক্তদের প্রতিক্রিয়া
ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত বলেছেন, ‘আপনি বলিউডকে উপেক্ষা করতে পারেন, কিন্তু আপনি অজয় দেবগনকে উপেক্ষা করতে পারবেন না। অবশেষে, বলিউড সিনেমার দক্ষিণ ভারতীয় নীতিতে হাঁটতে শুরু করছে।’ একজন ব্যক্তি লিখেছেন, ‘জয় বজরংবলি, সিংঘম এগেন! আপনাদের কুর্ণিশ, ভক্তিমূলক গানটি সত্যিই দুর্দান্ত... এটি সত্যিই আমার গায়ে কাঁটা দিল যেন।’ একটি কমেন্টে লেখা হয়েছে, ‘সিংঘম ফিরে এসেছে, শক্তি এবং অ্যাকশনে ভরপুর। এই মুভিটি ১০০০০০০০০০০ বাহুবলি এবং সাউথ মুভি খেয়ে নেবে।’